চীনের সুবৃহৎ স্টার ফিশ বিমানবন্দরে ফ্লাইট চালু

51

চীনে ৯৮টি ফুটবল মাঠের সমান নতুন ‘স্টারফিশ’ আকৃতির ড্যাক্সিং বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে। রবিবারই এ বিমানবন্দর থেকে এয়ার চায়নার প্রথম একটি ফ্লাইট যাচ্ছে ব্যাংককে। চালু হচ্ছে ব্রিটিশ এয়ারওয়েজের প্রথম আন্তঃমহাদেশীয় লন্ডন ফ্লাইটও। ড্যাক্সিং আন্তর্জাতিক বিমানবন্দরে মূলত চায়না সাউদার্ন এয়ারলাইন্স এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স এর ফ্লাইটই চলাচল করবে। তবে পাশাপাশি এয়ার চায়নারও কিছুসংখ্যক ফ্লাইট চলাচল করবে।
প্রায় ৫০ টি বিদেশি এয়ারলাইন্স আগামী দিনগুলোতে চীনের এই বিমানবন্দরে তাদের কার্যক্রম শুরু করবে। চীনের রাজধানী বেইজিংয়ের উত্তরপূর্বে যে আন্তর্জাতিক বিমানবন্দর আছে তাতে যাত্রীদের চাপ বেড়ে যাওয়ায় নির্মাণ করা হয়েছে স্টারফিশ আকারের নতুন এ বিমানবন্দর। এর আছে ৪ টি রানওয়ে। রাজধানীর তিয়েনআনমেন স্কয়ারের প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণে বিমানবন্দরটির অবস্থান। দৃষ্টিনন্দন এ বিমানবন্দরের নকশা করেছেন ইরাকি বংশোদ্ভুত খ্যাতনামা স্থপতি জাহা হাদিদ। ২০২১ সাল নাগাদ এ বিমানবন্দর দিয়ে বছরে চার কোটি ৫০ লাখ যাত্রী চলাচল করতে পারবে এবং ২০২৫ সাল নাগাদ এ সংখ্যা বেড়ে দাঁড়াবে ৭ কোটি ২০ লাখে। নতুন এ বিমানবন্দর চালু করে চীন নিউ ইয়র্ক, লন্ডনের মতো বড় বড় শহরগুলোর কাতারে চলে এসেছে। বিডিনিউজ