চীনা নাগরিকদের জন্য ইউসিবির স্পেশাল সার্ভিস কাউন্টার

31

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে (ইউসিবি) গত ৬ মে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের জন্য স্পেশাল সার্ভিস কাউন্টার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সিলার লি গুয়াংজুন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ওভারসিজ চাইনিজ এ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের প্রেসিডেন্ট ঝুয়াং লিফেন এবং চাইনিজ চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের প্রেসিডেন্ট লিন ওয়িকোইঙ্গ।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শওকত জামিল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আরিফ কাদরি, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মামদুদুর রশিদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. সোহরাব মুস্তাফা, উপ-ব্যবস্থাপনা পরিচালক নাবিল মুস্তাফিজুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আলম ফেরদৌস, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন মুস্তাফা তারেক এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আদবুল্লাহ আল মামুনসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের জন্য স্পেশাল সার্ভিস কাউন্টারের মাধ্যমে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করা হবে। বিজ্ঞপ্তি