চিলির নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষের সন্ধান

22

সম্প্রতি চিলির বিমান বাহিনীর একটি বিমান নিখোঁজ হয়। সেই বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে বলে মনে করছেন দেশটির কর্মকর্তারা। সি- হান্ড্রেড থার্টি বিমানটির সঙ্গে যেখানে সর্বশেষ যোগাযোগ হয়েছিল তার ৩০ কিলোমিটার দূরে ভাসমান অবস্থায় বিমানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছেন তারা। বিবিসি জানিয়েছে, ড্রেইক পাসেজ নামক একটি জলভাগে ধ্বংসাবশেষ চিহ্নিত হয়েছে। বিমানটি ৩৮ জন আরোহী নিয়ে চিলির দক্ষিণাঞ্চলীয় শহর পুনতা আরেনাস থেকে অ্যান্টার্কটিকায় দেশটির ‘প্রেসিডেন্ট এদুয়ার্দু ফ্রেই মনতালভা’ ঘাঁটিতে যাচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি নিঁখোজ হয়ে যায়।