চিরপ্রতিদ্বন্দ্ব্বী মোহামেডানকে সহজেই হারাল আবাহনী

37

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এ দুই চিরপ্রতিদ্বন্দ্ব্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে সহজ জয় পেয়েছে আবাহনী লিমিটেড। সোমবার ৬ উইকেট এবং ১৫ বল হাতে রেখেই জিতেছে গেলবারের চ্যাম্পিয়নরা। মর্যাদার লড়াইয়ে লড়াইয়ে তারকায় ঠাসা আবাহনীর কাছে পাত্তাই পাইনি মোহামেডান। মিরপুরে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক হোসেন। মোহামেডানের রানের সংগ্রহটা বড় করেন রকিবুল ও ইরফান শুক্কুর। দুইজন মিলে যোগ করেন ৬৮ রান। ব্যক্তিগত ৫৭ করে আউট হন ইরফান। ৫১ করে আউট হন অধিনায়ক রকিবুল। শেষদিকে সিলভার ৩২ ও সোহাগের ২৭ রানে ভর করে ২৪৮ রান সংগ্রহ করে মোহামেডান। আবাহনীর হয়ে তিনটি করে উইকেট পান সাইফউদ্দিন ও নাজমুল।
জবাবে ব্যাট করতে নেমে ৪৭.৩ ওভারেই জয় তুলে নেয় আবাহনী। দুই ওপেনার সৌম্য সরকার ও জহুরুল ইসলাম দলীয় সংগ্রহ যোগ করে ১০৫ রান। ৪৩ করে বোল্ড হন সৌম্য। এরপর জহুরুল ও ওয়াসিম জাফর যোগ করেন ৬৯ রান। সেঞ্চুরি থেকে মাত্র চার রান দূরে থেকে সাজঘরে ফিরে যেতে হয় জহুরুলকে। শেষ পর্যন্ত মোসাদ্দেকের অপরাজিত ১৮ ও সাব্বিরের অপরাজিত ২১ রানে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের টি-টোয়েন্টি সংস্করণে শিরোপা জেতা শেখ জামাল ধানমন্ডি ক্লাব ৫০ ওভারের লড়াইয়ের শুরুতে সুবিধা করতে পারেনি। প্রথম চার ম্যাচে মাত্র একটি জিতেছিল। এই আসরে প্রথমবার তারা টানা দ্বিতীয় জয় পেলো গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৪৩ রানে হারিয়ে।
এদিন ষষ্ঠ রাউন্ডের আরেক ম্যাচে দাপুটে জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ৫ উইকেটে তারা জিতেছে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠেছে রূপগঞ্জ। শীর্ষে থাকা আবাহনীর সমান পয়েন্ট তাদের। খেলাঘর ২ পয়েন্টে ১১তম। তিন জয়ে ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে শেখ জামাল, ৪ পয়েন্টে অষ্টম দল গাজী গ্রুপ।