চিত্র প্রদর্শনী ‘রঙ তুলিতে চবি’

114

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শহীদ বুদ্ধিজীবী চত্বরে চবি চারুকলা ইনস্টিটিউটের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের ছাত্র দীপ্র বণিক ঈশান-এর দুইদিন ব্যাপি (৩-৪ মার্চ) প্রথবারের মত ‘রঙ তুলিতে চবি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। ৩ মার্চ সকাল ৯.৩০ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রদর্শনীর উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
উপাচার্য তাঁর ভাষণে চারুকলা ইনস্টিটিউটের মেধাবী শিক্ষার্থী দীপ্র বণিক ঈশান ‘রঙ তুলিতে চবি’ শীর্ষক একক চিত্র প্রদর্শনী আয়োজন করায় তাকে স্বাগত ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধনে এ সকল শিল্পকর্ম অনন্য ভূমিকা রাখে। একজন শিল্পী অন্তরদৃষ্টির মাধ্যমে বিষয়ের গভীরে প্রবেশ করে তার বাস্তবচিত্র তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটিয়ে তোলে। তিনি আরও বলেন, চবিকে নিয়ে প্রথমবারের মত তার অনবদ্য শিল্পকর্ম নিঃসন্দেহে একটি মহতী উদ্যোগ। তার এ উদ্যোগ চারুকলা ইনস্টিটিউটসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হবে। প্রসঙ্গক্রমে উপাচার্য বলেন, বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে সকলের সম্মিলিত প্রয়াসে চবিকে একটি স্বাধীন ও মুক্তচিন্তার ক্যাম্পাসে পরিণত করতে নিরলস পরিশ্রম করে যাচ্ছে। মাননীয় উপাচার্য চলমান এ পরিবেশ অক্ষুন্ন রাখতে এবং শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান। তিনি একক চিত্র প্রদর্শনীর সার্বিক সাফল্য কামনা করেন। পরে উপাচার্য চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি