চিটাগাং চেম্বার সভাপতির সাথে ফরাসী রাষ্ট্রদূতের মতবিনিময়

35

ফরাসী রাষ্ট্রদূত জিয়ান-মেরিন সূহ্ গতকাল মঙ্গলবার বিকেলে দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম’র সাথে মতবিনিময় করেছেন। এ সময় রাষ্ট্রদূত’র সহধর্মিনী মেরী কেরোলীন সূহ সেনলিস, অলিয়ঁস ফ্রঁসেইজ চট্টগ্রাম’র পরিচালক ড. সেলভাম তোরেজ ও উপ-পরিচালক ড. গুরুপদ চক্রবর্তী, চেম্বার পরিচালকবৃন্দ সৈয়দ জামাল আহমেদ, মো. অহীদ সিরাজ চৌধুরী (স্বপন), অঞ্জন শেখর দাশ ও তাজমীম মোস্তফা চৌধুরী উপস্থিত ছিলেন।
আগ্রাবাদের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় চিটাগাং চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১, ইস্টার্ণ রিফাইনারী ইউনিট-২ সহ বাংলাদেশের অনেক মেগা প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে ফরাসী কোম্পানীগুলো গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ফ্রান্স আমাদের রপ্তানির ৪র্থ বৃহত্তম গন্তব্য। বর্তমানে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ২.৫ বিলিয়ন ইউরো। ২০২১ সালের মধ্যে তা ৩ বিলিয়নে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন চেম্বার সভাপতি। বিদ্যুৎ, রেল যোগাযোগ, পানি-শোধন, ইটিপি স্থাপন, বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্বন নিয়ন্ত্রণের মাধ্যমে পরিবেশ রক্ষায় ফরাসী বিনিয়োগ কামনা করে মিরসরাই ইকনোমিক জোনে শিল্প স্থাপনের মাধ্যমে পৃথিবীর অন্যান্য দেশে পণ্য রপ্তানি করে ফরাসী কোম্পানীগুলো অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে অভিমত ব্যক্ত করেন মাহবুবুল আলম।
সভায় চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ পর্যটন ও ব্লু ইকনোমিতে ফরাসী বিনিয়োগের আহবান জানান।
ফরাসী রাষ্ট্রদূত জিয়ান-মেরিন সূহ বলেন, প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে যা এশিয়ার অন্যান্য দেশের জন্য একটি অনন্য উদাহরণ। ফ্রান্সের বিনিয়োগকারীদেরকে এদেশের ইকনোমিক জোনে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী চলতি মাসের শেষ দিকে ফ্রান্স সফর করবেন বলে রাষ্ট্রদূত তথ্য প্রকাশ করেন। বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে বিশেষ করে জলবায়ু পরিবর্তন সংশ্লিষ্ট প্রকল্প, টেকসই জ্বালানী, পানি, স্যানিটেশন, মৎস্য আহরণ ও সামুদ্রিক অর্থনীতিতে ফ্রান্স ডেভেলপমেন্ট এজেন্সী প্রায় অর্ধ বিলিয়ন ইউরো বিনিয়োগ করেছে বলে তিনি জানান। বিজ্ঞপ্তি