চিটাগাং ক্লাবে ইউসিবি জাতীয় স্নুকার চ্যাম্পিয়নশীপ শুরু

32

গত ১ এপ্রিল থেকে বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্লুকার ফোডারেশনের উদ্যোগে চিাটাগাং ক্লাবের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ইউসিবি ৩৪তম জাতীয় স্লুকার চ্যম্পিয়ানশিপ। এ উপলক্ষে এদিন রাতে ক্লাব স্লুকার রুমে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন চিটাগাং ক্লাবের চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী ও পৃষ্ঠপোষক ইউসিবিএল‘র নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম জোনাল হেড মোহাম্মদ আশরাফউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড স্লুকার ফোডারেশনের সেক্রেটারি সৈয়দ মাহবুব। বক্তব্য রাখেন স্লুকার বিভাগের মেম্বার ইনচার্জ নুরুদ্দিন জাবেদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন স্লুকার কনভেনার শোভন এম সাহাবুদ্দিন রাজ। সাবেক কমিটি মেম্বার রবি শংকর দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাস সাগর, নির্বাহী কমিটি মেম্বার এস এম শফিউল আজম, সালাউদ্দিন আহমেদ, মোসলেহ উদ্দিন আহমেদ অপু,সুলতানুল আবেদীন চৌধুরী, আবু আহমেদ হাসনাত, মো. রফিকুল ইসলাম মিয়া বাবুল, ডা. অলক নন্দি, জাহিদ সুলতান টিপু প্রমুখ উপস্থিত ছিলেন। চ্যাম্পিয়নশিপে মোট ১৪টি ক্লাব অংশগ্রহণ করছে। এবারে প্রাইজমানি হিসেবে বিজয়ী চ্যাম্পিয়নকে নগদ পঞ্চাশ হাজার টাকা, রানার আপকে ত্রিশ হাজার টাকা এবং ৩য় স্থান অধিকারীকে ও হাইয়েস্ট ব্রেকারকে দশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে। আগামী ১১ এপ্রিল চ্যাম্পিয়নশিপের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হবে।
এদিকে ১ম দিনে ১৬টি খেলা সম্পন্ন হয়েছে। এতে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার (বিবিসি) ৩-১ গেমে ব্র্যাকারর্স পুল অ্যান্ড স্লুকার(বিপিএস)কে, আবার ব্র্যাকারর্স পুল অ্যান্ড স্লুকার(বিপিএস) ৩-১ গেমে বাংলাদেশ বিলিয়ার্ড সেন্টার (বিবিসি)কে, রেক অ্যান্ড ব্র্যাক (আরঅ্যঠন্ডবি) ৩-০ গেমে বিপিএসকে , আবার বিপিএস ৩-০ গেমে সিলনেট আইটি অ্যান্ড বিলিয়ার্ড জোন, সিলেট (সিলনেট)কে, বিপিএস ৩-০ গেমে ক্যালিফোর্নিয়া পুল অ্যান্ড স্লুকার (সিপিএস)কে ,আর অ্যান্ড বি ৩-০ গেমে সিলনেটকে, কিউ অ্যান্ড ইউ ৩-১ গেমে বিপিএসকে , সিলনেট ৩-০ গেমে কিউ অ্যান্ড ইউকে, বিপিএস ৩-০ গেমে বিবিসিকে, সিপিএস ৩-২ গেমে এর অ্যান্ড বিকে, সিসিএল ৩-২ গেমে বিপিএসকে, সিপিএস ৩-১ গেমে সিসিএলকে, সিসিএল ৩-০ গেমে উত্তরা ক্লাব লিঃ (ইউসিএল)কে, বনানি ক্লাব লিঃ (বিসিএল) ৩-২ গেমে বিপিএসকে, বিপিএস ৩-১ গেমে সিসিএলকে এবং সিলনেট আইটি অ্যান্ড বিলিয়ার্ড জোন সিপিএস থেকে ওয়াওভার লাভ করেন। বিজ্ঞপ্তি