চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব গ্রহণ

11

 

দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১ এর ফলাফল স্থগিতাদেশ আগামী ছয় সপ্তাহের জন্য স্থগিত রাখার আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এই আদেশের প্রেক্ষিতে ২ মার্চ সকালে সোসাইটি কার্যালয়ে ব্যবস্থাপনা কমিটি পুনরায় দায়িত্বভার গ্রহণ করেছে। এ উপলক্ষে সোসাইটির সম্মেলন কক্ষে দোয়া, খতমে কোরান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি আ জ ম নাছির উদ্দীন, কমিটির বর্তমান সভাপতি এ এ সাইফুদ্দিন, সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিছ, সম্পাদক মো. আলমগীর পারভেজ, কোষাধ্যক্ষ মো. সাজ্জাদ, সদস্য মো. জসিমুল আনোয়ার খান, আলাউদ্দিন আলম, এআরএম শামিম উদ্দিন,মো. রাশেদুল আমীন, মো.রাইসুল উদ্দিন সৈকত, এমদাদুল আজিজ চৌধুরী, মো. নুরুল ইসলাম মিন্টু, ব্যবস্থাপনা কমিটির সাবেক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সাবেক সদস্য সৈয়দ রফিকুল আনোয়ারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ২৭ ফেব্রæয়ারি সুপ্রিম কোর্টের আপীল বিভাগের চেম্বার জজ বিচারপতি ওবায়দুল হাসান সোসাইটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২১’র ফলাফল স্থগিতাদেশ আগামী ছয় সপ্তাহের জন্য স্থগিতের আদেশ দেন। এদিকে, পবিত্র লাইলাতুল মেরাজ উপলক্ষে গত ২৮ ফেব্রæয়ারি সন্ধ্যায় নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদে দোয়া-মোনাজাত, মিলাদ মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে সভাপতিত্ব করেন নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সুফী মিজানুর রহমান। এসময় নাসিরাবাদ হাউজিং সোসাইটি জামে মসজিদ পরিচালনা কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, খায়রুল বশর, জিয়াউদ্দিন চৌধুরী, সম্পাদক মো. ইদ্রিছ, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন, সদস্য মো. সাজ্জাদ, আলাউদ্দিন আলম, মুহাম্মদ সাইফুদ্দিন, শামসুল আলম, নুর মোহাম্মদ, মো. আলী হোসেন চৌধুরী সোহাগ, গোলাম সরওয়ার, জাহাঙ্গীর কবির, মো. মুজিবুল হক সিদ্দিকী, মোহাম্মদ আজম, আনোয়ার হোসেন চৌধুরী মুন্না, মোহাম্মদ শাহজাহান, জামাল উদ্দিন আহাম্মদ, মো. মাকসুদুরর রহমান, মো. শাহেদুল আলম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মো. মঈন উদ্দীন খান চৌধুরী শিমুলসহ সোসাইটি এলাকার জনসাধারণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি