চিটাগং ক্লাবে পিঠা ফুল ও বই প্রদর্শনী

109

নগরীর ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাব লি.-এ প্রতি বছরের মত বর্র্ণিল অয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো পিঠা, বই ও পুষ্প প্রদর্শনী ২০১৯। গত ১৯ জানুয়ারী শনিবার দুপুর থেকে শুরু হয় প্রদর্শনীর কার্যক্রম। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থকে দর্শক সমাগম । মেলায় বই পিঠাপুলি, ফুল, বনসাই, টেরিরিয়াম এর পাশাপাশী অকর্ষন বাড়িয়ে দেয় চিটাগাং বার্ড ব্রিডার্স এসোসিয়েশনের বিভিন্ন প্রজাতির পাখীর উপস্থিতি। পিঠাপুলী নিয়ে অংশ নেয় মুক্তা পিঠা ঘর, সাশ ম্যার্লো, শিল্পীস রেসিপি, চিটাগাং ক্লাব পিঠা শপ। গোলাপ সহ নানা জাতের মৌসুমী ও দেশী বিদেশী ফুলের টব নিয়ে অংশ নেয় শিমুল পারুল নার্সরী, ও বনায়ন নার্সরী । দর্শকের নজর কাড়ে বনসাই শিল্পী হিসেবে ছাদ বাগানে জাতীয় পুরস্কার প্রাপ্ত মানিক চন্দ্র দাশ ও জাহের মোঃ আলাউদ্দিন খানের চিটাগং বনসাই এন্ড টেরারিয়াম হাউস এর বনসাই ও টেরারিয়াম আইটেমগুলো। এর পাশাপাশি ছিল কারেন্ট বুক সেন্টার, বাতিঘর ও বিচিত্রা লাইব্রেরীর মত বুক স্টলগুলোর পাঠক প্রিয় বই এর বর্ষ শেরা সংগ্রহগুলো। এছাড়া পুতুল নাছ, সংগীতানুষ্ঠান আর গ্রামীন আবহে সাজ সজ্জায় পুরো প্রদর্শনী ছিল অন্যরকস উৎসবের আমেজ। বেলা ৪টায় শুরু হয় মেলার মুল কর্মসূচী। ক্লাবের সুইমিং পুল এ এউপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন চিটাগং ক্লাব লিঃ‘র চেয়ারম্যান জসীম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানের সুচনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্লাব লিঃ কমিটি মেম্বার বাগান ও লাইব্রেরী বিভাগের মেম্বার ইনচার্জ আবু আহমেদ হাসনাত। অনুষ্ঠানে চট্টগ্রাম ক্লাব লিঃ‘র ভাইস চেয়ারম্যান আল সাদাত দোভাস সাগর, কমিটি মেম্বার এস এম শফিউল আজম, সুলতানুল আবেদীন চেীধুরী, নুর উদ্দিন জাবেদ, মোঃ রফিকুর ইসলাম মিয়া বাবুল, ডা. অলক নন্দি, মো. জাহিদ সুলতান টিপু সহ বহু ক্লাব মেম্বার সপরিবারে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিিিথ জসীম উদ্দিন চৌধুরী বলেন। এই ঐতিহ্যবাহী চিটাগাং ক্লাবে আমরা একটি পরিবার বান্ধব পরিবেশ সৃষ্ঠিতে কাজ করতে চাই। তিনি ক্লাবের সকল কার্যক্রমে অংশগ্রহণ আরো বাড়ানোর জন্য গুরুত্বারোপ করেন। উৎসবটির যৌথ পৃষ্ঠপোষকতা করেন ক্লাবের তিন সম্মানিত মেম্বার আমানুল্লা আল সগির ছুট্টু, হাসান মাহমুদ চৌধুরী এবং আবু বক্কর চৌধুরী। বিজ্ঞপ্তি