চিকিৎসকদের সুরক্ষার দায়িত্বে ডা. মিনহাজ ও ফয়সাল ইকবাল

50

করোনাভাইরাস সংক্রমণ রোধে বিভিন্ন হাসপাতালে কর্মরত চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মক্ষেত্রে তাদের সর্বোচ্চ সুরক্ষা পরিবেশ নিশ্চিত করতে চট্টগ্রামসহ সারাদেশের আট বিভাগের জন্য সমন্বয় সেল গঠন করেছে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)। যেকোনও সংকট সমাধানে সমন্বয় সেলের প্রধানদের সঙ্গে যোগাযোগের জন্য চিকিৎসকদের আহব্বান জানিয়েছেন স্বাচিপ সভাপতি অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা এম এ আজিজ।
শুক্রবার (২৭ মার্চ) স্বাচিপের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস বৈশ্বিক প্রেক্ষাপটে আমাদের দেশও আক্রান্ত হয়েছে। করোনা সংকট আমাদের কাছে একটি যুদ্ধের প্রতিশব্দে উপনীত। সারাদেশে চিকিৎসা কর্মীরা তাদের হাতের মুঠোয় প্রাণ নিয়ে যুদ্ধ মোকাবিলায় সামনের কাতারে থেকে লড?াই করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সঠিক ও সময়োপযোগী নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে যুদ্ধকালীন সংকট মোকাবিলার কোনও বিকল্প নেই। সরকার করণীয় চূড?ান্ত করে উপকরণ নিয়ে প্রস্তুত। সংকট ও দুর্যোগ মোকাবিলায় দেশের সরকার ও জনগণের সামর্থ্য প্রশ্নাতীত। সে লক্ষ্যে দেশের আটটি বিভাগের জন্য সমন্বয় সেল গঠন করা হয়েছে। সমন্বয় সেলের বিভিন্ন বিভাগের দায?িত্বে রয়েছেন চট্টগ্রাম বিভাগের ডা. আ ম ম মিনহাজুর রহমান ও ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, ঢাকা বিভাগে ডা. দেবেশ চন্দ্র তালুকদার ও ডা. মো. এহসান উদ্দিন খান, সিলেট বিভাগে ডা. রোকন উদ্দিন আহমেদ ও আব্দুল আজিজ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি