চা বিক্রেতা টয়া!

193

১৯৯০ সাল থেকে টঙ্গী রেলওয়ে স্টেশনে চা বিক্রি করেন মোবারক। সারারাত চা বিক্রি করে সকালে ঘুমাতে যান তিনি। এরপর তার মেয়ে মুনিয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোকানের হাল ধরেন। চা বানিয়ে খাওয়ান রেলের যাত্রীদের। এমনই গল্প ছোট পর্দায় তুলে আনছেন পরিচালক হাসিব খান।
‘প্রভাতী এক্সপ্রেস’ নামের নাটকটিতে চা বিক্রেতা মুনিয়ার চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। সোমবার টঙ্গী রেলওয়ে স্টেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। চলবে মঙ্গলবার পর্যন্ত।
নাটকটি নিয়ে টয়া বাংলানিউজকে বলেন, সকাল থেকে প্রায় ২৫ কাপ চা বানিয়েছি! অনেকে আবার তা টাকা দিয়েই খেয়েছেন। বলা যায় ভিন্নরকম একটি অভিজ্ঞতা। আগে মোটামুটি চা বানাতে পারতেম। কিন্তু এখন একেবারে চা বানানোতে পারদর্শী হয়ে গেছি! এমন চরিত্র এবারই প্রথম করলাম। ‘প্রভাতী এক্সপ্রেস’ নাটকে টয়ার সহশিল্পী ফারহান। এটি আসছে ডিসেম্বরে আরটিভিতে প্রচার হবে।