চা বিক্রির টাকায় গড়েছেন বিদ্যালয়

35

এবছর ৯৪ জনকে পদ্মশ্রী পদক দিয়ে সম্মানিত করছে ভারত সরকার। সেই তালিকায় নাম আছে একজন চা-ওয়ালার। তার নাম ডি প্রকাশ রাও। থাকেন ওড়িশার কটকে। তবে এটাই শুধু তার পরিচয় নয়। বরং চা-বিক্রির পাশাপাশি তিনি যে কাজটি ৬৭ বছর ধরে করে আসছেন, সেই কাজের জন্যই তাকে এ সম্মান দেয়া হল।
প্রকাশ রাও চা-বিক্রি করে যা উপার্জন করেন, তার একটা বড় অংশ তিনি খরচ করেন সমাজসেবার মাধ্যমে। কী ধরনের সমাজসেবা তিনি করেন? জানা গেছে, তিনি আর্থিকভাবে পিছিয়ে পড়া শিশুদের লেখাপড়ার ব্যবস্থা করেন। নিজের আয়ের একটি অংশ খরচ করে তিনি কটক ও তার আশপাশের এলাকায় একটি স্কুলও খুলেছেন। অনলাইন বার্তা সংস্থার