চার মওসুম পর আবার প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডান

41

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠনগুলোর মধ্যে সবার আগে আসে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নাম। চট্টগ্রাম লিগে ফুটবল, ক্রিকেটসহ সব ইভেন্টেই রয়েছে তাদের ঈর্ষণীয় সাফল্য। কিন্তু সেসব এখন অতীত। গত এক যুগেরও বেশি সময় ধরে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল লিগে নাই মোহামেডান, ক্রিকেট লিগ থেকেও অবনমিত হয়ে যায় পাঁচ বছর আগে। অবশ্য দীর্ঘ চার মওসুম প্রথম বিভাগে খেলে এবার সিজেকেএস প্রথম বিভাগ ক্রিকেট লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আবারও প্রিমিয়ার লিগে খেলার সুযোগ অর্জন করেছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচে মোহামেডান ৬ উইকেটে আগ্রাবাদ নওজোয়ান ক্লাবকে পরাজিত করে। এ নিয়ে এবারের লিগে সবক’টি (৭+৩) ম্যাচেই জয়ের শতভাগ রেকর্ড গড়ে ঐতিহ্যবাহী এ ক্লাব।
খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে আগ্রাবাদ নওজোয়ান ৪১.৩ ওভারে মোহামেডান এর বোলারদের তোপের মুখে সবকটি উইকেট হারিয়ে ৯২ রান সংগ্রহ করে। জবাবে মোহামেডান স্পোর্টিং ক্লাব মাত্র ২২.৩ ওভারে ৪ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রানার্স আপ হয় আগ্রাবাদ নওজোয়ান ক্লাব।
খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ্ব আলী আব্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস এর অতিরিক্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ শাহাবুদ্দীন শামীম, নির্বাহী সদস্য আ.ন.ম ওয়াহিদ দুলাল, নির্বাহী সদস্য ও ক্রিকেট সম্পাদক আবদুল হান্নান আকবর, নির্বাহী সদস্য মোহাম্মদ ইউসুফ, সিজেকেএস কাউন্সিলর এস.এম. শহীদুল ইসলাম, মকসুদুর রহমান বুলবুল, সৈয়দ গিয়াস উদ্দিন মাহমুদ হেলাল, দিদারুল আলম মাসুম, মো. দিদারুল আলম প্রমুখ।