চারদিনে ৩৭৫ কোটি টাকার ব্যবসা

72

চট্টগ্রামে রিহ্যাবের মেলায় ৩৭৫ কোটি টাকার ব্যবসা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন। এবারের মেলায় ৫৭০টি ফ্ল্যাট ও ২১০টি প্লট বিক্রি হয়েছে। গতকাল রিহ্যাব আবাসন মেলার শেষ দিনে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সংগঠনের চট্টগ্রাম রিজিয়নের চেয়ারম্যান আবুদল কৈয়ূম চৌধুরী।
গতকাল রোববার সন্ধ্যায় হোটেল রেডিসনে মেলা প্রাঙ্গণে তিনি বলেন, শুরু থেকে প্রচুর ক্রেতা-দর্শনার্থী মেলায় এসেছেন। শেষ দিনে সবচেয়ে বেশি ফ্ল্যাট ও প্লট বিক্রি হয়েছে। গত তিনদিনেও অনেক ক্রেতা বুকিং দিয়েছেন।
আবুদল কৈয়ূম চৌধুরী বলেন, দেশের আবাসন খাতের অবস্থা এখন অনেক ভাল। যার প্রত্যক্ষ প্রভাব এবারের রিহ্যাব চট্টগ্রাম ফেয়ারে দেখা গেছে। এবার মেলায় ১২ হাজার ক্রেতা-দর্শনার্থী প্রবেশ করেছেন। গতবারের চেয়ে এ সংখ্যা অনেক বেশি। গতবার মেলায় সাড়ে ১০ হাজারের মতো দর্শনার্থী ছিলেন। এবার আমাদের লক্ষ্যমাত্রা ছিলো ৫শ কোটি টাকার ব্যবসা। তবে ৩৭৫ কোটি টাকার ব্যবসা হয়েছে। গতবারের চেয়ে ভাল ব্যবসা হয়েছে।
প্রেস বিফ্রিংয়ে উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদারুল হক চৌধুরী, মাহবুব সোবহান জালাল তানভির, রিজিওনাল কমিটির সদস্য মিজানুর রহমান, রেজাউল করিম, আবদুল্লাহ আল মামুন, মোরশেদুল হাসান, নাজিম উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, চারদিনের রিহ্যাব মেলায় আর্থিক প্রতিষ্ঠান ও বিল্ডিং ম্যাটেরিয়ালসসহ কয়েক লিংকেজ প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। এবারের মেলায় মোট ৭৬টি স্টল ছিলো।