চারদিনব্যাপি অনুষ্ঠান শুরু আজ

47

রাউজানের বিনাজুরী গ্রামবাসীর সার্বিক সহযোগিতা মন্দির পরিচালনা পরিষদের সভাপতি শ্রী সুধীর চৌধুরীর সভাপতিত্বে আজ ৭ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি চলবে চারদিন ব্যাপী রাউজান উপজেলাধীন মেহেস্তাপুকুর পাড়স্থ মধ্যম বিনাজুরী সার্বজনীন শ্রীশ্রী দুর্গামন্দির ও রাধাগোবিন্দ সেবা মন্দিরের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জগৎ মঙ্গলার্থে ভগবান শ্রীকৃষ্ণের ভাবাদর্শ প্রচারে বিশ্ব শান্তি কামনায় ৬৪ মোহন্ত’র ভোগরাগ, মহানামযজ্ঞের শুভ অধিবাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, অষ্টপ্রহরব্যাপী মহানাম সংকীর্তন এবং সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা অনুষ্ঠান।
তারই ধারাবাহিকতায় প্রতিবছরের ন্যায় এবারও মধ্যম বিনাজুরী সঙ্গীত একাডেমি’র সভাপতি ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাবু সুজন চৌধুরীর ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হবে মহাভারতের কাহিনী অবলম্বনে নাটক “হিড়িম্বা”। আয়াজনে থাকবেন মধ্যম বিনাজুরী সঙ্গীত একাডেমি। সার্বিক সহযোগিতায় থাকবেন মধ্যম বিনাজুরী মেহেস্থাপুকুর পাড় মহোৎসব উদ্যাপন পরিষদ। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও ধর্মীয় আলোচকবৃন্দ উপস্থিত থাকবেন। এই বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত প্রতিটি পর্বে রাউজান উপজেলাসহ বিনাজুরী গ্রামবাসীর সার্বিক সহযোগিতা, সবান্ধব ও সপরিজন উপস্থিতি কামনা করেছেন মহোৎসব উদ্যাপন পরিষদের সভাপতি শ্রী কাজল চৌধুরী ও সাধারণ সম্পাদক বাসুদেব শীল। এই দিকে মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক শ্রী দোলন মহাজন অনুষ্ঠানের সফলতা কামনা করে মহোৎসব উদযাপন পরিষদকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।