চারজনের মৃত্যুদন্ড

72

হাটহাজারীর ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরী হত্যা মামলার রায়ে চার আসামির মৃত্যুদন্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। ১১ বছর আগে দায়ের হওয়া এই মামলার বিচার শেষে গতকাল সোমবার দুপুরে বিভাগীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক মো. আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
ট্রাইব্যুনালের রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্তরা হলেন মহসিন, ইমরান, ফোরকান ও আবদুল কাদের। আর যাবজ্জীবন কারাদন্ড দেয়া হয়েছে আব্দুল মোনাফ ও শাহাদাৎ হোসেনকে। এদের মধ্যে শুধু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মোনাফ রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন। বাকি আসামিরা সবাই পলাতক।
ট্রাইব্যুনালে নিযুক্ত রাষ্ট্রপক্ষের কৌসুঁলি আইয়ুব খান জানান, মামলার চার আসামির বিরুদ্ধে অপহরণের পর খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও দুই লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেয়া হয়েছে। দেনা-পাওনা নিয়ে পূর্ব-বিরোধের জের ধরে আসামিরা ব্যবসায়ী রঞ্জনকে খুন করে বলে এজাহারে যে অভিযোগ করা হয়েছে তাও প্রমাণিত হয়েছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ৮ মে বিকাল পাঁচটার পর হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আসাদনগর এলাকা থেকে ব্যবসায়ী রঞ্জন সিংহ চৌধুরীকে অপহরণ করা হয়। এরপর রাতে নিকটবর্তী যুগির হাটের পশ্চিম পাশে তাকে পিটিয়ে ও গুলি করে হত্যা করে মরদেহ একটি কচুরিপানা ভর্তি পুকুরে লুকিয়ে রাখা হয়। রাতে লাশের সন্ধান পায় পুলিশ। পরদিন নিহতের স্ত্রী স্মৃতি রাণী চন্দ বাদি হয়ে হত্যা মামলা করেন। এ মামলায় ২০১১ সালের ১৬ মে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।