চান্দগাঁও লোকনাথ গীতা সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী

52

চান্দগাঁও শ্রী লোকনাথ গীতা সংঘের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব দিনব্যাপী মাঙ্গলিক কর্মসূচির মধ্যদিয়ে সম্প্রতি নগরীর মৌলভী পুকুর পাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল- গীতাপাঠ, যজ্ঞানুষ্ঠান, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, সঙ্গীতানুষ্ঠান, সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও প্রসাদ আস্বাদন। গীতা সংঘের সভাপতি ডা. পুলক কান্তি দে’র সভাপতিত্বে ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন শীতলপুর লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ গোবিন্দ ব্রহ্মচারী। উদ্বোধক ছিলেন ওসমানিয়া গ্লাস কোম্পানি লিমিটেডের এমডি প্রকৌশলী সুদীপ মজুমদার। এতে প্রধান অতিথি ছিলেন সুকুমার বৈদ্য। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও নাট্যজন সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী, অধ্যাপক পপি সাহা, অধ্যাপক অসীম শীল, অধ্যাপক মনোজ দেব, বিভূতি ভূষণ সেন, মানিক শীল, দিলীপ দাশ। গীতা সংঘের সহ-সভাপতি ইমন দে টিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংঘের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী পলাশ। ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সুকুমার বৈদ্য বলেন, ধর্মের মূল শিক্ষা হচ্ছে মানব সেবা ও সম্প্রীতির বন্ধন তৈরী করা। তিনি গীতা শিক্ষা ও গীতার আদর্শে সমাজ প্রতিষ্ঠা করার জন্য সকলের কাছে উদাত্ত আহব্বান জানান। কেননা গীতা ও নৈতিক শিক্ষায় শিক্ষিত কোন ব্যক্তি অসামাজিক কোন কর্মে লিপ্ত হতে পারে না। বিজ্ঞপ্তি