চান্দগাঁও মৈত্রী সংঘের একুশের অনুষ্ঠানমালা

49

নগরীর চান্দগাঁও বাহির সিগন্যালস্থ ঐতিহ্যবাহী ও প্রগতিশীল সংগঠন মৈত্রী সংঘ আগামী ২০ ও ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সংঘের প্রয়াত প্রতিষ্ঠাতা সম্পাদকের স্মৃতি স্মরণে ক্ষিতিশ স্মৃতি ক্রীড়া প্রতিযোগীতা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনাসহ অমর ২১ শে ফেব্রুয়ারীর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ ইন্সটিটিউটের প্রফেসর ড. আশরাফুল আযম খান, দৈনিক পূর্বদেশ পত্রিকার সহকারী সম্পাদক দেবদুলাল ভৌমিক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া ও বিশিষ্ট সমাজ হিতৈষী শ্রীমতি মানু বড়ুয়া। প্রধান বক্তা থাকবেন চান্দগাঁও ওর্য়াড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, বিশিষ্ট রাজনীতিবিদ বিভূতি রঞ্জন বড়ুয়া। সন্ধ্যায় পরিবেশিত হবে মৈত্রী শিল্পী গোষ্ঠীর পরিবেশনা দেশজ সাংস্কৃতিক অনুষ্ঠান ”গ্রামীন রূপকথা” ও নাটক ”বিচার হবে”। বিজ্ঞপ্তি

অদম্য-২১ এর
আত্মপ্রকাশ

মোহরায় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে দেশাত্ববোধক কমিটি ‘অদম্য ২১’ এর আত্মপ্রকাশ ঘটেছে। ১৫ ফেব্রুয়ারি শুক্রবার কমিটি গঠন উপলক্ষে মৌলভীবাজার অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সকলের সম্মতিক্রমে এম এ মনসুরকে (সুজন) সভাপতি, ইকবাল উদ্দিন ও হিরুকে সিনিয়র সহ-সভাপতি, মাহমুদুল হাসানকে সাধারণ সম্পাদক, ফরহাদ খান ও জোনায়েদুল হককে সহ-সাধারণ, শাহনাজ আক্তারকে সাংগঠনিক সম্পাদক, জাহাঙ্গীর ও তানিমকে সহ-সাংগঠনিক, সাকিবকে অর্থ সম্পাদক, আরিফ ও আসিফকে সহ অর্থ, রুপসা চৌধুরীকে দপ্তর সম্পাদক, রিফাত ও স্বামীমকে সহ -দফতর, সোহলকে প্রচার সম্পাদক, মুনা ভট্টাচার্য্য ও জীবণকে সহ-প্রচার, নিঝুমকে তথ্য ও যোগাযোগ সম্পাদক, শাকিল ও ইরফানকে সহ তথ্য ও যোগাযাগ, তৌহিদ হাসানকে ধর্ম বিষয়ক সম্পাদক, পিয়াল বড়ুয়া ও জয়া দাসকে সহ ধর্ম বিষয়ক, জিকুকে ক্রীড়া বিষয়ক সম্পাদক, জিসান, তাজিনকে সহ ক্রীড়া বিষয়ক, সাজু আক্তারকে সাংস্কৃতিক সম্পাদক, হৃদয়, রিটা, হুমায়ুন ও অতনু আচার্য্যকে সহ-সাংস্কৃতিক, অনামিকাকে আপ্যায়ন সম্পাদক, ফিরোজ, সামিয়া, মোজােম্মলকে সহ -আপায়ন সম্পাদক করে মোট ৭১ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সরকারি কমার্স কলেজ, হাজী মুহাম্মদ মহসিন কলেজ, স্যার আশুতোষ সরকারি কলেজ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ, পাঁচলাইশ এস. এম. নাছির উদ্দীন মহিলা কলেজ, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ওমরগণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, হাজেরা-তজু বিশ্ববিদ্যালয় কলেজ, কুয়াইশ বুডিশ্চর শেখ মুহাম্মদ কলেজ ও নোয়াপাড়া ডিগ্রি কলেজ, ছাফা-মোতালেব কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি