চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণী

109

গত ২৫ ডিসেম্বর মঙ্গলবার চান্দগাঁও মডেল স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আগ্রাবাদ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ড. আনোয়ারা আলম। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, মা, মাটি, মাতৃভাষা বাংলাকে মর্যাদা দিতে হবে। বাংলা ভাষাটাকে শুদ্ধরূপে বলতে ও লিখতে পারতে হবে। উদ্বোধকের বক্তব্যে প্রফেসর বিপ্লব কুমার দত্ত বলেন, শিক্ষা দর্শনের দুটি প্রক্রিয়ার মধ্যে আনুষ্ঠানিক শিক্ষা শিশুরা পেয়ে থাকে স্কুল-কলেজ থেকে আর অনানুষ্ঠানিক শিক্ষা পেয়ে থাকেন তাদের বাবা-মা এবং বাইরের পরিবেশ থেকে।
প্রধান বক্তার বক্তব্যে ড. জিনবোধ ভিক্ষু বলেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। তূর্ণা দাশের সঞ্চালনায় মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন চট্টগ্রাম কলেজের দর্শন বিভাগের অধ্যাপক প্রফেসর বিপ্লব কুমার দত্ত, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. জিনবোধি ভিক্ষু। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী এন্ড কোম্পানী প্রা. লি. এর জিএম মো. ফজলুল রহমান, চসিক এর স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম, ছাফা মোতালেব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আজম বিদ্যালয়ের পরিচালক সুমন দত্ত, কাজল দাশ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ পান্না চৌধুরী, সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত, স.ম জিয়াউর রহমান, সমীরণ পাল, শিক্ষক মাহমুদুল হাসান, তাসলিমা বেগম, রাহুল মিত্র, সুপ্রিয়া ঘোষ, সাদিয়া ইসলাম, সুমন চৌধুরী, জাহেদুল হাসান, অপি দাশ, তসলিম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি