চান্দগাঁও আবাসিক এলাকায় ত্রাণ বিতরণ

45

স্বতন্ত্র চসিক মেয়র প্রার্থী ও তৃণমূল এনডিএম চেয়ারম্যান খোকন চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব বিশ্বজুড়ে। দেশের খেটে খাওয়া মানুষদের জন্য কঠিন সময়। তাদের আয়ের উৎস এখন বন্ধ। তাই তাদেরকে আগে খাওয়াতে হবে। করোনার প্রভাব সব সেক্টরেই পড়েছে। এ জন্য ক্ষুদ্র মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য ফান্ড তৈরির উদ্যোগ নিতে হবে। দেশের বর্তমান অবস্থায় সরকারকে এখন সব থেকে বেশি প্রাধান্য দিতে হবে সাধারণ মানুষের খাওয়ার বিষয়ে। কারণ না খেয়ে তো মানুষ ঘরে বসে থাকতে পারবে না। তাই খেটে খাওয়া মানুষের খাবারের ব্যবস্থা করতে হবে। সকলকে খেটে খাওয়া দিনমজুর-অসহায় মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। গত ১৫ এপ্রিল তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (তৃণমূল এনডিএম) এর উদ্যোগে চান্দগাঁও আবাসিক এলাকায় বড় মসজিদের পিছনে ও রোজগার্ডেনের সামনে করোনা ভাইরাসের কারণে গৃহবন্দি অসহায়দের মাঝে নিজ অর্থায়নে চাল, ডাল ও সাবান বিতরণকালে এ কথা বলেন। উপস্থিত ছিলেন তৃণমূল এনডিএমের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, আবদুস সোবহান, আবদুর রশিদ, দিলীপ দাশ, আবদুল রব, যুগ্ম মহাসচিব রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও মহানগর আহবায়ক নুরুল কবির শাহ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পিকাশ শীল সাগর, খোরশেদ আলম, মহানগর মহিলা নেত্রী সুলতানা বেগম রুপা, যিশু দেব, মোঃ রুবেল, মো. মোরশেদ, টিটন শীল, বাবলু দেব প্রমুখ। বিজ্ঞপ্তি