চান্দগাঁওয়ে তিন দিনের অদ্বৈতানন্দ উৎসব ১৮ মে শুরু

190

শিব কল্পতরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দপুরী মহারাজের ১১৬তম জন্ম উৎসব উদযাপন উপলক্ষে ১৮ মে হতে ২০ মে পর্যন্ত ৩ দিনব্যাপী উত্তর চান্দগাঁও দুর্গাবাড়ি প্রাঙ্গণে অদ্বৈতানন্দপুরী মহারাজের জন্ম উৎসব উদযাপনের মহা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৩ দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ১৮ মে ভোর বেলা থেকে ২০ মে ভোর বেলা পর্যন্ত বিরামহীনভাবে কর্মসূচি পালন করা হবে। কর্মসূচির মধ্যে মানব সেবামূলক কর্মসূচি থাকবে। ৩ দিনব্যাপী উৎসব সফল করতে ১১ মে সন্ধ্যা ৭টায় উত্তর চান্দগাঁও দূর্গাবাড়ি প্রাঙ্গনে অদ্বৈতানন্দ উৎসব উদযাপন পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উৎসব উদযাপন পরিষদ সভাপতি কৃষ্ণ বণিক, সাধারণ সম্পাদক বাবলা ধর, অর্থ সম্পাদক সাগর ধর, কৃষাণ ধর, বিপ্লব ধর, শৃজন ধর, ইমন ধর, হারাধন ধর প্রমুখ। বিজ্ঞপ্তি

বাগীশিক কেন্দ্রীয়
সংসদের সভা

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের সভা গত ১১ মে শনিবার সন্ধ্যায় নগরীর আন্দরকিল্লা পুরাতন টিএন্ডটি রোডস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সহ-সভাপতি ও চক্ষু বিশেষজ্ঞ ডা. কথক দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. শুভাশীষ শর্মা, সহ-সাধারণ সম্পাদক প্রকৌশলী সুমন সেন, এস প্রকাশ পাল, কৈলাশ বিহারী সেন, অঞ্জন দাশ, রুবেল তালুকদার, মোহন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, ঝন্টু শীল, রতন কুমার বণিক, ডা. জিকু চৌধুরী, চন্দন দেবনাথ, লিটন কান্তি দে, সুমন দাশ, সজীব দত্ত সৌরভ, পলাশ দত্ত, রাসু কান্তি বিশ্বাস, তপন কান্তি নাথ, বিকাশ কান্তি চৌধুরী, যীশু সেন, সমর কান্তি দাশ, অনিত ঘোষ, খোকন কান্তি নাথ প্রমুখ। সভায় আগামী ১৭ মে ল²ীপুর, ফেনী, নোয়াখালী জেলায় বাগীশিক’র কার্যক্রম পরিদর্শন, ২৪ মে পার্বত্য জেলা বান্দরবানে জেলা সম্মেলনে যোগদান ও ৩১ মে মানিকগঞ্জে বাগীশিক’র কার্যক্রম পরিদর্শনের সিদ্ধান্ত সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিজ্ঞপ্তি