চাক্তাই লোকনাথ ধামে সমন্বয়সভা

16

নগরীর চাক্তাই লোকনাথ ধামে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৮৯তম আবির্ভাব উৎসব ও ধামের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমন্বয়সভা গত ২ সেপ্টেম্বর সন্ধ্যায় মন্দিরের ভগবান গাঙ্গুলি অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। লোকধাম ধাম পরিচালনা পরিষদের সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উৎসব উদ্যাপন পরিষদের সাধারন সম্পাদক মান্না বিশ্বাস। কাঞ্চন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন চসিক কাউন্সিলর হাজী নুরুল হক, ব্যবসায়ীদের মধ্যে চাক্তাই শিল্প ও বণিক সমিতির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন, চাল ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ওমর আজম, ফয়েজ উল­াহ বাহাদুর, হাজী জাহাঙ্গীর আলম, আহসান খালেদ পারভেজ, রফিকুল আলম, শান্ত দাশগুপ্ত, মো. সাইফ উদ্দিন, উপদেষ্টাদের মধ্যে জ্যোতির্ময় চৌধুরী, মদন বৈদ্য, বিধু ভূষণ দত্ত, সন্তোষ রঞ্জন সাহা, দুলাল মলি­ক, দীপংকর চৌধুরী কাজল, মানিক বিশ্বাস, স্বপন বিশ্বাস, গোবিন্দ সিকদার, কানু মলি­ক, কার্যকরী পরিষদের মিলন কান্তি দাশ, বিশ্বজিৎ বিশ্বাস, আশুতোষ সরকার, বাবুল সেন, স্বপন সাহা, প্রদ্যুৎ বিশ্বাস, দোলন মহাজন, অসীম সাহা, কাঞ্চন দত্ত, সপু দাশ, আনন্দ দাশ, অজয় দত্ত, কিশোর সেন, কৃপাসিন্দু নাথ, লিটন আইচ, সুজিত সেন, বিশ্বজিত মলি­ক, রূপন সেন, রবি বিশ্বাস, মিঠু মহাজন, সমীর দাশ, অলক চক্রবর্তী, শিমুল নন্দী, রনজিত, মিলন, সজল মজুমদার, রাজন মুহুরী, স্বপন দাশ, জুয়েল দে, উদয় সিং প্রমুখ। সভায় বক্তারা আবির্ভাব উৎসব উপলক্ষে চাক্তাই লোকনাথ ধামের উদ্যোগে আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর দু’দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সফলতা কামনা এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিজ্ঞপ্তি