চাকচিক্য পরিহার করে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে হবে

39

নগরীর আভ্যন্তরী যাত্রী পরিবহন মালিক ও শ্রমিকদের হাতে নগদ অর্থ ও অন্যান্য সামগ্রী উপহার তুলে দিলেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি মেয়র পদপ্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। চট্টগ্রাম মেট্রোপলিটন পরিবহন মালিক গ্রূপ, চট্টগ্রাম বাস, মিনিবাস, হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি ও আরটিসি সমিতির সদস্য হালিমা হাজারী লিপির উদ্যোগে নগরীর লালখান বাজার এলাকায় এসব ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয় গত ১৪ মে অনুষ্ঠিত হয়। এসময় মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম বলেন, করোনার ভয়াবহতা রোধ করতে আমাদেরকে অনেক কিছুই ত্যাগ স্বীকার করতে হচ্ছে। ছেলেমেয়েদের স্কুলে যাওয়া বন্ধ, অফিস আদালতে সরকারি ছুটি, পাবলিক পরিবহনের চাকা ঘুরছেনা। এমতাবস্থায় অন্য আরো অনেকের মতই পরিবহন মালিক শ্রমিকেরা উপার্জনহীন হয়ে নিজেদের ইচ্ছা আহলাদকে জলাঞ্জলি দিতে বাধ্য হয়েছে। বিভিন্ন সহায়তা ও উপায়ে হয়তো দুবেলা দুমুঠো আহারের ব্যবস্থায় জীবন পরিচালিত হলেও অনেক চাওয়া পাওয়ার অনেক কিছুকেই ত্যাগ করতে হচ্ছে। সামনে ঈদ, অন্যান্য বারের মত জৌলুস পূর্ণ ঈদ উদযাপনের সুযোগ আমাদের নেই। কিন্তু সকলেই যাতে অন্তত নিজ পরিবারে কিছুটা আনন্দ নিয়ে উদযাপন করতে পারি সেদিকটা চিন্তা করতে হবে। হালিমা হাজারীর মত যাদের বেশ কিছু সঞ্চয় আছে, অর্থাৎ সমাজের সামর্থবানদের উচিৎ নিজেদের অতিরিক্ত জৌলুসপূর্ণ ঈদ উদযাপন পরিত্যাগ করে অন্তত যাদের নিয়ে আমাদের কাজ, কর্ম, জীবিকা, বন্ধুত্ব, আত্মীয়তা তাদের সকলের মাঝে যথাসম্ভব আনন্দ ছড়িয়ে দিতে এগিয়ে আসা। কেবল নিজে ভাল খেয়ে, ভাল পরে প্রকৃত আনন্দ লাভ হয় না। আনন্দকে ভাগ করে নিতে পারার মাধ্যমেই তা বাড়িয়ে উপভোগ করা যায়। ত্যাগের মহিমা ও আনন্দে উদযাপিত হোক এবারের ঈদ। সহসা সুস্থ স্বাভাবিক পরিবেশে কর্মমূখর হতে আমাদেরকে আরো সচেতনতার সাথে জীবন যাপন করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন পেশাজীবী নেতা আমজাদ হোসেন হাজারী, ১৪ নং লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর পদপ্রার্থী আবুল হাসনাত মো. বেলাল, যুবলীগ নেতা শেখ মহিউদ্দিন বাবু, ওয়ার্ড ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম সজীব ও আকিব হাজারী প্রমুখ। বিজ্ঞপ্তি