চাইলে ৪০ বছর পর্যন্ত খেলতে পারবেন রোনালদো

33

বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৫ পেরিয়ে গেলেও পারফরম্যান্সে তার ছাপ এতটুকু নেই। ক্লাব কিংবা জাতীয় দলের জার্সিতে করে যাচ্ছেন গোলের পর গোল, পরছেন রেকর্ডের মালা। দুর্দান্ত রোনালদোকে দেখে পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোসের মনে হচ্ছে, চাইলে ৪০ বছর পর্যন্ত খেলতে পারবেন জুভেন্টাস উইঙ্গার। পর্তুগিজ অধিনায়ক জাতীয় দলের হয়ে করেছেন গোলের সেঞ্চুরি।
১০১ গোল নিয়ে তাকিয়ে আছেন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতার আসনের দিকে। একই সঙ্গে চলছে ক্লাব ফুটবলের দাপুটে পারফরম্যান্স। ২০১৮ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে নাম লেখানোর পর থেকে ছুটছেন আপনগতিতে। ইতালিয়ান ক্লাবটির সাফল্যযাত্রায় দ্যুতি ছড়িয়ে চলেছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড উইঙ্গার। তুরিনের ক্লাবে কাটানো দুই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় ৯১ ম্যাচে করেছেন ৬৮ গোল। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার আসনে বসা রোনালদো তার গোলসংখ্যা ১৩০-এ নেওয়ার পথে জুভেন্টাসের জার্সিতে করেছেন ১০ গোল। ৩৫ বছর বয়সেও নিজেকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাতে মোটেও অবাক নন পর্তুগাল কোচ সান্তোস। তার বিশ্বাস, আরও পাঁচ বছর অবলীলায় খেলে যেতে পারবেন সাবেক রিয়াল তারকা। একটা সময় গিয়ে হয়তো তার মনে হবে সে আর আগের জায়গায় নেই।’ নতুন মৌসুমটাও পুরোনো ছন্দে শুরু করেছেন রোনালদো। ২০২০-২১ সিরি ‘আ’ মৌসুমে এরই মধ্যে জাল খুঁজে পেয়েছেন তিনবার।