চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২

24

মঙ্গলবার সকালে চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে ভারতের চন্দ্রযান-২। আগামী ৭ সেপ্টেম্বর চাঁদের মাটিতে চন্দ্রযানটি অবতরণের আশা প্রকাশ করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। প্রথমবারের মতো চাঁদের দক্ষিণ মেরুতে যাচ্ছে চন্দ্রযান মহাকাশযান। আমেরিকা, রাশিয়া ও চীন চাঁদে বিভিন্ন অভিযান পরিচালনা করলেও দক্ষিণ মেরুতে কোনো অভিযান পরিচালনা করেনি।
গত ২২ জুলাই ভারতের মহাকাশযান ‘চন্দ্রযান-২’ দক্ষিণ মেরুর উদ্দেশে যাত্রা শুরু করে। চাঁদের মাটিতে পানি ও খনিজ পদার্থের অস্তিত্ব খুঁজতে চন্দ্রযান-২ কাজ করবে বলে ভারতীয় বিজ্ঞানীরা জানিয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ ভারতের প্রধান মহাকাশ গবেষণা সংস্থা। ভারত সরকারের নিয়ন্ত্রণাধীন সংস্থাটি মহাকাশ গবেষণায় বিশ্বে অন্যতম। ২০০১ সালে ইসরো সফলভাবে প্রথম চন্দ্রযান-১ পরিচালিত করে।