চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা

46

মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগরের ব্যানারে প্রেস ক্লাবের এস রহমান হলে গত ২৬ নভেম্বর সকাল ১১টায় সংবাদ সম্মেলন করেছেন ডবলমুরিং থানাধীন চৌমুহনী এলাকার মুক্তিযোদ্ধা শামসুল আলম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, চৌমুহনী এলাকার কতিপয় সন্ত্রাসী তার জায়গায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান এস আজমীর ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিংয়ে এসে বিভিন্ন সময় ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে তার স্ত্রী বাদি হয়ে ডবলমুরিং থানায় জিডি করলে ক্ষিপ্ত হয় সন্ত্রাসীরা। গত ২০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে নির্মাণ কাজ করার সন্ত্রাসীরা এসে কাজ বন্ধ করতে পুনরায় হুমকী দেয় এবং এক পর্যায়ে শামসুল আলমের স্ত্রী সবনম সহ পরিবারের ওপর হামলা চালায়।
হামলায় আহত সবনম ও ভাই শাহাদাত হোসেনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে ডবলমুরিং থানায় অভিযোগ দাখিল করা হয়।
বর্তমানে পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজ, সন্ত্রাসীদের হাত থেকে তাদের রক্ষা করতে পুলিশ কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফ্ফর আহমেদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, মুক্তিযোদ্ধা শামসুল আলমের স্ত্রী সবনম আক্তার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রিয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি, মহানগর যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সজীব, চট্টগ্রাম জেলার সদস্য সচিব কামরুল হুদা, সদস্য শাহজাহান সেলিম, পাভেল, মো. খোকন। বিজ্ঞপ্তি