চসিক পরিচালিত মোবাইল কোর্ট অভিযান

54

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগেএক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট আফিয়া আখতার এবং স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে আজ মঙ্গলবার চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানকালে চকবাজার থানাধীন সিরাজদ্দৌলা রোডের প্যারেড মাঠ সংলগ্ন রাস্তার উভয় পার্শ্বের ফুটপাত ও রাস্তার অংশ অবৈধভাবে দখল করে বিক্রি করার জন্য ইট বালি স্তুপ রেখে জনদূর্ভোগ সৃষ্টির দায়ে ৬ ট্রাক ইট বালি জব্দ করে রাস্তা ও ফুটপাত উম্মুক্ত করে দেয়া হয়। এই সময় অবৈধভাবে ফুটপাতের উপর দোকানের মালামাল স্তুপ করার দায়ে প্যারেড কর্ণার সংলগ্ন জোনাইদা মেটালকে ৫ হাজার, আজিম মেটালকে ৫ হাজার ও দি চিশতিয়া মেটালকে ৫ হাজার টাকা সহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিষ্ট্রেটদ্বয়কে সহায়তা করেন। বিজ্ঞপ্তি