চসিক নির্বাচন নিয়ে দৃষ্টি ও ইপসার তারুণ্যের সংলাপ

58

দৃষ্টি চট্টগ্রাম ও ইপসার আয়োজনে নগর পরিকল্পনাবিদ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন পেশার ব্যক্তিবর্গের সাথে তরুণদের মুক্ত আলোচনা অনুষ্ঠান তারুণ্যের সংলাপ ‘আমাদের শহর, আমার ভাবনা’ ২২ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আলোচক ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া বেলা, শিল্পপতি এস এম আবু তৈয়ব, স্থপতি আশিক ইমরান, সাংবাদিক আজাদ তালুকদার, ডা. বিদ্যুৎ বড়ুয়া, সংগঠক গোলাম বাকি মাসুদ ও উন্নয়নকর্মী মোহাম্মদ আলী শাহীন। দৃষ্টির সাধারণ সম্পাদক সাবের শাহ এর সঞ্চালনায় বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সহ-সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুর, সাংগঠনিক সম্পাদক কাজী আরফাত ও অনুষ্ঠান সমন্বয়কারী দৃষ্টির অর্থ সম্পাদক মুন্না মজুমদার।
বক্তারা বলেন, নগরপিতাকে হতে হবে ভালোবাসার প্রতীক, ভালোবাসার পরাশক্তি। তবেই এই নগর হবে ভালোবাসার শহর, প্রাণের শহর। নগর পিতার পাশাপশি নাগরিকদেরও ভূমিকা আছে। যিনি নগর পিতা হবেন তিনি মনগড়া প্রতিশ্রæতি না দিয়ে নাগরিকদের চাহিদা পূরণসহ পরিস্কার পরিচ্ছন্নতা, মশক নিধনে অগ্রণী ভূমিকা পালন করবেন। সিটি কর্পোরেশন এলাকায় কি সমস্যা রয়েছে এবং তা নিরসনে সমাধান কি-তা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের জানা আছে। সুষ্ঠু পরিকল্পনা, যোগ্য নেতৃত্ব এবং কাজের স্পৃহাই পারবে নাগরিক দুর্ভোগ কমাতে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে চট্টগ্রামের ১৫টি সংগঠনের ১০০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীরা হলো-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্কুল অব ডিবেট, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, সাদার্ন বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাব, ইস্ট ডেল্টা ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এফ বিডিএ, সরকারি কমার্স কলেজ ডিবেট ক্লাব, ইউএসটিসি ফার্মা ডিবেটিং ক্লাব, পোর্ট সিটি ডিবেট ফোরাম, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি, চট্টগ্রাম কলেজ ইসিএ ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, রোটার‌্যাক্ট ক্লাব অব চিটাগাং সাউথ, দৃষ্টি স্কুল অব ডিবেট ও ইপসা। বিজ্ঞপ্তি