চল্লিশোর্ধদের ৬ মাস পর পর কিডনি চেকআপ করা উচিৎ

68

চিটাগাং কমার্শিয়াল সিটির ২৯তম পাক্ষিক সভা রোটারিয়ান আইপিপি মোঃ আমিন উল্লাহ মোরশেদের সভাপতিত্বে চট্টগ্রাম ক্লাবে গত ২২ মার্চ বিকাল ৫ টায় অনুষ্ঠিত হয়। এতে অতিথি বক্তা ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং বর্তমান চট্টগ্রাম কিডনি ফাউন্ডেশনের সহ সভাপতি অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বক্তব্য রাখেন জীবনের জন্য কিডনি এ বিষয়ের উপর। কিডনি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। বাংলাদেশীদের জন্য তো বটেই বরং বিশ্বের ধনী দেশের জনগণের জন্যও এর চিকিৎসা ব্যয় বহন করা প্রায় অসম্ভব। তিনি দীর্ঘদিন যাবৎ সরকারকে দৃষ্টি আকর্ষণ করে দাবী তুলে আসছেন যে, সরকার যেন জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য সংসদে বিল উত্থাপন করেন। বিশেষ করে কিডনি চিকিৎসার জন্য। অনুরূপ উদাহরণ বিশ্বের উন্নত দেশগুলোতে রয়েছে। যেমন-১৯৭২ সালে যুক্তরাষ্ট্র ফেডারেশন চিকিৎসা বিল নামে সংসদে বিল পাস করে যুক্তরাষ্ট্রে কিডনিসহ জটিল রোগে সরকারিভাবে কেন্দ্রীয়ভাবে সেদেশের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা চালু রেখেছে যা আমাদের দেশসহ পৃথিবীর প্রতিটি দেশে এই উদ্যোগ অনুসরণীয় ও অনুকরণীয়। ডা. ইমরান বিন ইউনুস এর সাথে চট্টগ্রামের সকল রোটারী ক্লাব বিশেষ করে চিটাগাং কমার্শিয়াল সিটি রোটারী ক্লাব ঐক্যমত পোষণ করে একসাথে বাংলাদেশের জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা বিশেষ করে কিডনি চিকিৎসার সরকারি পৃষ্ঠপোষকতার জন্য সংসদে বিল উত্থাপন করতে আগ্রহী করে তোলার জন্য যৌথভাবে কার্যক্রম গ্রহণ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডা. ইমরান বিন ইউনুস আহŸান জানান ৪০ ঊর্ধ্ব ব্যক্তিদেরকে প্রতি ৬ মাস অন্তর অন্তর সিরাম ক্রিটিনাইন ও এলবোমিন পরীক্ষা করার জন্য। যাতে প্রাথমিক স্তরে কিডনির রোগ ধরা পড়ে। যা স্বল্প খরচে চিকিৎসা করা সম্ভব। এটা না করলে যেহেতু এই রোগের সিম্পটম সহসা প্রকাশ পায় না কিন্তু যখন রোগ ধরা পড়ে তখন ৮০ ভাগ কিডনি নষ্ট হিসেবে পাওয়া যায়। তখন চিকিৎসা দেওয়া দুরূহ হয়ে যায় এবং রুটিন করে মাসে বহুবার ডায়ালাইসিস করতে হয় এবং যার প্রতিবারে গড় খরচ ২০০০ টাকার বেশি এবং এটা আমাদের দেশের জনগণের পক্ষে ব্যয় বহন করা সম্ভব হয়ে উঠে না এবং রোগি মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান পিপি রেজাউর রহমান খোকন, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান শাহীন আলম সরকার, ভাইস প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান মোঃ ইসহাক, সেক্রেটারী ইলেক্ট মো. সেলিম উদ্দিন, ট্রেজারার ইলেক্ট রোটারিয়ান মো. আমজাদ হোসেন, জয়েন্ট সেক্রেটারি রোটারিয়ান মো. শাহজাহান সিরাজ, রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুমি চৌধুরী, ভিজিটিং রোটারিয়ান রোটারী ক্লাব অব চিটাগাং নর্থ এর প্রেসিডেন্ট ইলেক্ট মো. আব্দুল খালেক এবং অতিথি মো. ইকবাল প্রমুখ। বিজ্ঞপ্তি