চলে গেলেন উইন্ডিজ কিংবদন্তি স্যার এভারটন উইকস

18

৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান স্যার এভারটন উইকস। সবচেয়ে বয়স্ক জীবিত তিন টেস্ট ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন তিনি। বাকি দু’জন হলেন দক্ষিণ আফ্রিকার জন ওয়াটকিন্স এবং ইংল্যান্ডের ডন স্মিথ। দুজনের বয়স এখন ৯৭ বছর। স্যার উইকসের মৃত্যুতে শোক প্রকাশ করেছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডবিøউআই) জানায়, ‘আমাদের নায়ক, আমাদের কিংবদন্তি, আমাদের আইকনকে হারিয়ে আমাদের হৃদয় খুব শোকাহত।’ ১৯৪৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয় বার্বাডোজে জন্ম নেওয়া উইকসের। অবসর নেন ১৯৫৮ সালে। ১৯৯৫ সালে তিনি নাইটহুড উপাধি গ্রহণ করেন।
প্রথম শ্রেণির ক্রিকেটও তার ব্যাটিং গড় ঈর্ষণীয়। ল্যাঙ্কশায়ার লিগে বাকাপের হয়ে সাত মৌসুমে ৯১.৬১ গড়ে রান করেছেন তিনি। তার মধ্যে ১৯৫৪ সালে ১৫৮.২৫ গড়ে করা রানের রেকর্ড এখনও অক্ষুন্ন আছে সেই লিগে।