চলবো-পড়বো, উঠে দাঁড়াবো, লড়বো-জিতবো : কানহাইয়া

46

ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ছাত্রসংগঠনের সাবেক সভাপতি কানহাইয়া কুমার। তাকে চিনতো জেএনইউ ক্যাম্পাস। বিহার ভোটে তাকে কিছুটা চিনেছিল বেগুসরাই। কিন্তু ক্রমে তিনি জাতীয় রাজনীতির নতুন তারকায় পরিণত হন। ২০১৬ সালের মার্চে দেশদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত হয়ে তিন সপ্তাহ তিহার জেলে কাটিয়েছেন। দিল্লি হাইকোর্টের আদেশে অন্তর্র্বতী জামিন পেয়ে মুক্ত হয়ে তিনি জাতীয় নেতায় পরিণত হন। জেএনইউ ক্যাম্পাসে বক্তৃতা করে গোটা দেশকে মাতিয়ে তোলা কানহাইয়ার নাম এখন সকল ভারতীয়র মুখে মুখে। সংবাদমাধ্যমে ও সোশ্যাল মিডিয়ায় তার বক্তৃতা ভাইরাল হয়ে ঘুরছে।
ভোটের লড়াইয়ে খুব একটা সুবিধা করতে পারেননি শেষ পর্যন্ত। প্রায় চার লাখ ভোটে হেরে গেছেন বিজেপির হাইপ্রোফাইল প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের কাছে। মোট ১২ লাখ ১৭ হাজার ভোটের মধ্যে গিরিরাজ পেয়েছেন ৬ লাখ ৮৮ হাজার, কানহাইয়া পেয়েছেন ২ লাখ ৬৮ হাজার এবং তানভীর হাসান পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ভোট। ভোটে হারের পর শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন কানহাইয়া কুমার। হিন্দিতে প্রকাশিত ওই পোস্টটি বাংলা ট্রিবিউন পাঠকদের জন্য তুলে ধরা হলো-
বন্ধুরা,
আপনাদের সবার সাহস জোগানো বার্তাগুলোর জন্য মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। এক এক করে সবাইকে জবাব দেওয়া সম্ভব হচ্ছে না, তাই এই পোস্টেই আমি সবাইকে লিখছি। আপনাদের কথাগুলো পড়ে আমার মনে হয়েছে আপনারা ভাবছেন আমি হতাশ। কিন্তু এটা মোটেই সত্য নয়। আমি মনে করি-
‘ভোটে হেরেছি, লড়াই নয়
হেরেছি, নত হইনি
জীবনের জন্য,
সবার খুশির জন্য
চলবো-পড়বো, আবার উঠে দাঁড়াবো
লড়বো, জিতবো’
এই ভাবনার কারণে আজ এই পর্যায়ে আমি পৌঁছাতে পেরেছি। ভরসা রাখুন, আগামীতেও এই দৃঢ়তা অব্যাহত থাকবে। বাংলাট্রিবিউন