চলচ্চিত্র নির্মাণে আফজাল অভিনয়ে ফেরদৌস

62

‘মানিকের লাল কাঁকড়া’ শিরোনামে নতুন চলচ্চিত্র নির্মাণে হাত দিলেন অভিনেতা-নির্মাতা আফজাল হোসেন; এতে অভিনয়শিল্পী হিসেবে চূড়ান্ত করেছেন চিত্রনায়ক ফেরদৌসকে। প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দোপাধ্যায়ের জীবন কাহিনি নিয়ে লেখা কবি ও ছড়াকার আনজীর লিটনের কিশোর উপন্যাস ‘মানিকের লাল কাঁকড়া’ অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করা হচ্ছে বলে নিশ্চিত করেছেন আফজাল হোসেন। উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রের চিত্রনাট্য করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনাট্যকার মাসুম রেজা।
নির্মাতা জানান, ইতোমধ্যে চিত্রনায়ক ফেরদৌসকে চলচ্চিত্রে অভিনয়ের জন্য চূড়ান্ত করা হয়েছে। আরেক চরিত্রে সোহানা সাবাকে নেওয়া হয়েছে। চলচ্চিত্রে মানিক বন্দোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করছেন তা এখনও নিশ্চিত জানা যায়নি; সবকিছু গুছিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা জানালেন নির্মাতা। টিভি নাটকে অভিনয় করে আশির দশকে জনপ্রিয়তা পাওয়া আফজাল পরবর্তীতে বিজ্ঞাপনচিত্র ও নাটক নির্মাণে মনোযোগী হন। ২০১৫ সালে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’ সিরিজ অবলম্বনে ‘কক্সবাজারে কাকতাড়ুয়া’ শিরোনামে একটি চলচ্চিত্র নির্মাণের মধ্য চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ ঘটে তার।