চলচ্চিত্রে সেই সুমি

309

‘মনপুরা’ ও ‘স্বপ্নজাল’-এর পর নতুন সিনেমা নির্মাণ করছেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। নাম ‘পাপ-পুণ্য’। নতুন এ সিনেমায় কাজ করছেন চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, ফজলুর রহমান বাবু, মামুনুর রশিদ, গাউসুল আলম শাওন, আফসানা মিমি ও ফারজানা চুমকিসহ অনেকে। সোমবার থেকে চাঁদপুরের হরিপুর চৌধুরী বাড়িতে শুরু হয়েছে সিনেমাটির প্রথম লটের শুটিং। গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুন্য’ নায়িকা বানানো হয়েছে মডেল ও ছোটপর্দার অভিনেত্রী শাহনাজ সুমিকে। সেলিমের হাত ধরেই চলচ্চিত্রে যাত্রা শুরু হচ্ছে আলোচিত সুমির। পরিচালক বিষয়টি নিয়ে মুখ না খুললেও বিভিন্ন সূত্রে নিশ্চিত হওয়া গেছে, সিনেমার শুটিংয়ের জন্য বর্তমানে চাঁদপুরে রয়েছেন সুমি। এই সুমি হচ্ছে সেই সুমি, যিনি জুঁই নারিকেল তেলের একটা বিজ্ঞাপন দিয়ে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন। দুই বছর আগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নির্মাতা আশুতোষ সুজন তৈরি করেছিলেন নারী নিগ্রহ ও নির্যাতনবিরোধী ওই বিজ্ঞাপনটি। সেই বিজ্ঞাপনে দেখা গিয়েছিল, লম্বা চুল ছোট করতে এক তরুণী পার্লারে যান। বিউটিশিয়ান যত ছোট করেন তিনি শুধু বলেন, আরও ছোট।
বিউটিশিয়ান বিস্ময় প্রকাশ করেন। এতো ছোট চুল কেউ করে? শেষে মেয়েটি বলেন, ‘এমনভাবে ছোট করুন, যেন কেউ এটি মুঠো করে ধরতে না পারে। সুমির বলা এই সংলাপটিই দর্শক-শ্রোতাদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর থেকে রাতারাতি আলোচনায় চলে আসেন শাহনাজ সুমি।