চর বরমা-বাইনজুরী সড়কের কাঠের ব্রিজটি অবস্থা ঝুঁকিপূর্ণ

130

চন্দনাইশ উপজেলার চর বরমা-বাইনজুরী সড়কে চাঁনখালী শাখা খাল নিশিকান্ত খালের উপর কাঠের ব্রিজটি নির্মাণ করা হয় স্থানীয়দের মতে ১৯৯৫ সালে। এর পর থেকে কাঠের ব্রিজটি আর সংস্কার না করায় ব্রিজের কাঠগুলো বৃষ্টিতে ভিজে, রোদে শুকিয়ে ভেঙ্গে পড়েছে। বেশ কয়েকটি কাঠ ইতোমধ্যে ভেঙ্গে নিচে পড়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থীদের যাতায়তে পাশাপাশি ঐ এলাকার কৃষকদের চলাচল ব্যহত হচ্ছে। শঙ্খ নদীর তীরবর্তী এলাকায় ব্যাপক চাষাবাদ ও সবজির উৎপাদন হয়। এ সড়ক দিয়ে চর বরমা, বরমা, সাতকানিয়ার ব্রাহ্মহ্মহ্মনডাঙ্গার, সেনের চরের লোকজনের চলাচলের একমাত্র সড়কটির এ কাঠের ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এ সকল এলাকার সাধারণ মানুষ, কৃষক, শিক্ষার্থীদের ভিন্ন পথ ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় সচেতন মহল এ কাঠের ব্রিজটি সংস্কারের মাধ্যমে এলাকার মানুষের দুঃখ লাঘবে যথাযথ কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় চর বরমা-বাইনজুরী সড়কের নিশিকান্ত খালের উপর কাঠের ব্রিজটি তক্তা ভেঙ্গে যাওয়ায় শিক্ষার্থীরা পার হওয়ার সময় পা পিচলে পড়ে কাঠের ফাঁকে পা আটকে যায়। অপর দুই সহযোগি তাকে উদ্ধার করে। স্থানীয়দের মতে এভাবে অনেক শিশু কিশোর এবং যানবাহনের চাকা আটকে পড়েছে অনেক বার। কাঠের ব্রিজটি জরুরীভাবে দাবী স্থানীয়দের।