চরলক্ষ্যার শাহ আবদুল আজিজ সড়কের কাজ শুরু

60

অবশেষে কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যার শাহ আবদুল আজিজ সড়কের কাজ শুরু হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এলজিইডির অর্থায়নে এ সড়কের কার্পেটিং দ্বারা নির্মাণ কাজ শুরু হচ্ছে। কাজটি বাস্তবায়ন করছেন কে এ কনস্ট্রাকশন। সড়কটি নির্মাণ সম্পন্ন হলে উত্তর চরলক্ষ্যার কয়েক শত পরিবার এর সুফল পাবেন।
গত শুক্রবার এ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি। এ প্রধান অতিথি ও উদ্বোধক হায়দার আলী বলেন, দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত এলাকার অন্যান্য সড়কের মতোই এ সড়কের নির্মাণ কাজ শুরু হচ্ছে। সে লক্ষে স্থানীয় এমপি ও ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী জাবেদ বরাদ্দ দিয়েছেন। তার হাত ধরে কর্ণফুলী মডেল উপজেলায় পরিণত হচ্ছে। কে এ কনস্ট্রাকশনের পরিচালক আমজাদ হোসেন জানান, ৪৫০ মিটার সড়কের কাজ শুরু হয়েছে। দ্রুততম সময়ে কাজটি সম্পন্ন করা হবে এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিল্কভিটার পরবিচালক নাজিম উদ্দিন হায়দার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সেলিমুল আলম, আয়ুব আলী মেম্বার, খলিল আহমদ, মোহাম্মদ আলমগীল আলম, সালাদ্দিন নয়ন, আবদুর নুর, আবদুর রহমান, সাজ্জাদ সাজিব প্রমুখ। বিশেষ অতিথি মিল্কভিটার পরবিচালক নাজিম উদ্দিন হায়দার বলেন, কর্ণফুলীতে উন্নয়ন কর্মযজ্ঞ শুরু হয়েছে। প্রয়াত নেতা আখতারুজ্জমান চৌধুরী বাবুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য পুত্র ভূমিমন্ত্রী নিরলস কাজ করছেন। তার হাত ধরে কর্ণফুলী সম্মৃদ্ধির পথে আরো এগিয়ে যাবে বলে উল্লেখ করেন।