চমেক হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভা

43

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রোগী কল্যাণ সমিতির কার্যালয়ে মতবিনিময় সভা গত শনিবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। সভায় মেডিকেলে আসা রোগীদের সাহায্য করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ডা. তৈয়ব সিকদার, সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা, লায়ন জিয়াউদ্দীন খালেক চৌধুরী, মাহমুদুল হাসান, প্রবাসী রাজিফ চৌধুরী ও নবযাত্রা ফাউন্ডেশনের মহাসচিব মুহাম্মদ আবু মনছুর। বক্তারা রোগীদের সার্বিক সাহায্য ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে থেকে যাতে উন্নত সেবা পায় তা নিশ্চিত করার জন্য সকলকে সহযোগীতা করার অনুরোধ জানিয়ে বলেন, বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অনেক উন্নত চিকিৎসা ব্যবস্থা হয়েছে। কিন্তু মেডিকেলের বিভিন্ন জটিলতার কারণে সকলে সহজভাবে চিকিৎসা সেবা পায়না।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির প্রধান কাজ সমস্ত রোগীদের সার্বিক সহযোগীতা করা। যাতে তারা সেবা নিয়ে সন্তুষ্টির সাথে বাড়িতে ফিরে যেতে পারে। দুঃস্থ রোগীদের প্রাতিষ্ঠানিক চিকিৎসায় সহায়তা দানের উদ্দেশ্য নিয়ে ১৯৬২ সালের ১৩ ডিসেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিষ্ঠিত হয় রোগী কল্যাণ সমিতি। বিজ্ঞপ্তি