চমেক হাসপাতাল পরিচালকের সাথে মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দের সাক্ষাৎ

24

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের সাথে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. অংসুই প্রæ মারমা, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, হালিশহর থানা সংসদের সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঈনুল হোসেন ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ।
সৌজন্য সাক্ষাতকালে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমদ বলেন, বিভিন্ন কারণে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা এখন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বীর মুক্তিযোদ্ধা কেবিন ও অন্যান্য বেডে ভর্তি হচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ব্যবস্থা আরো উন্নত ও সহজ করলে দেশ ও জাতি উপকৃত হবে।
জবাবে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, বর্তমান সরকারের আন্তরিকতায় এ হাসপাতালের চিকিৎসা সেবার মান অনেক দূর এগিয়ে গেছে। বীর মুক্তিযোদ্ধাসহ যারা এখানে চিকিৎসা নিতে আসবে তাদেরকে প্রয়োজনীয় সেবা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ বদ্ধপরিকর।
উল্লেখ্য, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বাঁশখালী উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম সিকদার, হালিশহর থানা সংসদের সাংগঠনিক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম ও সীতাকুÐের বীর মুক্তিযোদ্ধা মো. আক্তারুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২নং কার্ডিওলজি ওয়ার্ডের মুক্তিযোদ্ধা কেবিনে এবং আকবর শাহ থানাধীন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আনোয়ারুল কবির চৌধুরী পা ভেঙ্গে গুরুতর আহত হয়ে হাসপাতালের ২৯নং ওয়ার্ডের ১০নং কেবিনে চিকিৎসাধীন রয়েছে। গুরুতর অসুস্থ এই ৪ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে ছুটে যান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ। তিনি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার খোঁজখবর নিয়ে ওয়ার্ডে কর্মরত চিকিৎসকদের সাথে কথা বলে আশু রোগমুক্তি কামনা করেন। বিজ্ঞপ্তি