চমেক হাসপাতালে তিনশ রোগীর বাইপাস হয়েছে

42

হৃদরোগের চিকিৎসায় চট্টগ্রাম অনেকদূর এগিয়ে গেছে। এখন পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিয়াক সার্জারি ওয়ার্ডে প্রায় ৩০০ জন রোগীর সফলভাবে বাইপাস সম্পন্ন হয়েছে। হৃদরোগের চিকিৎসায় আরো অনেকগুলো চিকিৎসাকেন্দ্র গড়ে উঠছে চট্টগ্রামে। সেখানে আধুনিক চিকিৎসা সেবার মান গড়ে তুলতে পারলে আর কোন রোগীকে ঢাকা কিংবা বিদেশ যেতে হবে না। তাই হৃদরোগের চিকিৎসা ব্যবস্থার উন্নতিসহ যে লক্ষ্য নিয়ে সিএসআইসি যাত্রা শুরু করেছে, তা অবশ্যই সার্থক হবে বলে মনে করি।
গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন বøু’র মোহনা হলে চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) আয়োজিত বৈজ্ঞানিক সেমিনার এবং ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার সভাপতি মুজিবুল হক খান এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএমএ’র চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বলেন, ঢাকা ছাড়া চট্টগ্রামেও এখন হৃদরোগের অনেক জটিল কেস সম্পাদন হয়। ঢাকার ইউনাইটেড হাসপাতালে হৃদরোগীদের মধ্যে ৬০ শতাংশ চট্টগ্রামের। এছাড়া বাকি ৪০ শতাংশ পুরো বাংলাদেশের। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও হৃদরোগের অনেকগুলো সেন্টার আছে। আমাদের এখানে অনেক ভালো হৃদরোগ বিশেষজ্ঞও রয়েছেন। আমরা চাই চট্টগ্রাম থেকে আর কোনো রোগী যাতে বাইরে না যায়। আমাদের সক্ষমতা আছে এটা প্রমাণ করতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিএসআইসি এর দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন সিএসআইসির সাধারণ সম্পাদক ডা. শেখ মো. হাসান মামুন। অনুষ্ঠানে বৈজ্ঞানিক সেমিনারে বেলুন এনজিপ্লাস্টির সিডি উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম সম্পাদক ডা. জহির উদ্দীন ইলিয়াছ, ডা. আনিসুল আউয়াল, সাংস্কৃতিক সম্পাদক ডা. সন্দিপন দাশ, কোষাধ্যক্ষ ডা. নুর উদ্দীন তারেক, সাংগঠনিক সম্পাদক ডা. বিপ্লব ভট্টচার্য এবং সগঠনের সভাপতি চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ। অধিবেশনটি পরিচালনা করেন সিএসআইসি এর বৈজ্ঞানিক সম্পাদক ডা. আনিসুল আউয়াল। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেলিম মো. জাহাঙ্গীর। এছাড়া সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ডা. প্রবীর কুমার দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন উদ্দিন আহমেদ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসআইসি’র সহ-সভাপতি ডা. এ এম সফিক, ডা. এম এ রউফ, ডা. মো. ইব্রাহিম চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. নুর উদ্দিন তারেক, যুগ্ম সম্পাদক ডা. আশীষ দে, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. রিজোয়ান রেহান, প্রচার সম্পাদক ডা. আ ই ম নুরুদ্দিন জাহাঙ্গীর, সদস্য ডা. মো. আবদুল মুত্তালিব, ডা. আক্তার হোসেন, ডা. জামাল আহমেদ, ডা. নরেশ চন্দ্র রায়, ডা. মো. সালেহ উদ্দিন সিদ্দিকী, ডা. আবু তারেক ইকবাল, ডা. সালাউদ্দিন, ডা. সাইফুর রহমান সোহেল. ডা. তারেক বিন রশিদ প্রমুখ।