চবি ৩৫তম ব্যাচের মিলনমেলা

28

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদের শুভেচ্ছা দূত। এ বিশ্ববিদ্যালয় আমাদের সবার জন্য গর্ব। চবি প্রাক্তন শিক্ষার্থীদের দেশ গঠনে ও আদর্শ সমাজ বিনির্মাণে নিজ নিজ অবস্থান থেকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় থেকে যারা উচ্চ শিক্ষা অর্জন করে বের হয় কর্মজীবনে তাদেরকে নৈতিকতা, সততা ও মানবিকতার চর্চা করে যেতে হবে। শুধু উচ্চ শিক্ষা অর্জন করলে হবে না, সবাইকে সৎ, আদর্শ ও কর্তব্যনিষ্ঠ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলো ও এ বিশ্ববিদ্যালয়ের নানা সফলতা তুলে ধরেন। গত ২৫ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় নগরীর জিইসি মোড়ে ‘জিইসি প্যালেস’ রেস্টুরেন্টে অনুষ্ঠিত চবি ৩৫তম ব্যাচের ’৩৫-এর ঢেউ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন ও ফ্যামেলি গেট টু গেদার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। উপাচার্য ৩৫তম ব্যাচকে আরো এগিয়ে নেয়ার প্রেরণা দেন ও এ ব্যাচের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন।
চবি ৩৫ ব্যাচের অর্থনীতি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী রুজিনা পারভীন রুজির সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সহ-সভাপতি ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য রিয়াজ হায়দার চৌধুরী। বক্তব্যে তিনি চবি ৩৫তম ব্যাচের প্রতি প্রত্যাশা রেখে বলেন, ৩৫তম ব্যাচ হোক প্রগতি ও অসাম্প্রদায়িকতার প্রতীক। রাষ্ট্রের শান্তি, সুখ ও সমৃদ্ধির জন্য যা যা করণীয় সে করণীয় কাজগুলো সম্পাদনে যেন ৩৫তম ব্যাচ সর্বাগ্রে এগিয়ে আসে। বিশেষ অতিথি চবি প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ব্যাচভিত্তিক অনুষ্ঠানগুলোর প্রশংসা করেন এবং এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য উৎসাহিত করেন ও সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে ৩৫তম ব্যাচের ‘৩৫-এর ঢেউ’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে ৩৫তম ব্যাচের পক্ষ থেকে বক্তব্য রাখেন চবি মেরিন সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. এনামুল হক নীল, ব্যাংকার সাইফুল আবেদীন, সাংবাদিক এম এম মামুন প্রমুখ। বিজ্ঞপ্তি