চবি চারুকলা ইনস্টিটিউটে বসন্তবরণ ও পিঠা উৎসব

211

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে ১৬ ফেব্রæয়ারি দিনব্যাপি বসন্ত বরণ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। এ উৎসব উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এ সময় চবি চারুকলা ইনস্টিটিউটের পরিচালক জনাব প্রণব মিত্র চৌধুরী, প্রফেসর সৈয়দ সাইফুল কবীর চৌধুরী, সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ জসিম উদ্দিন, জনাব নাসিমা আখতার, জনাব সুফিয়া বেগম, জনাব উত্তম কুমার বড়ুয়া, সহকারী অধ্যাপক জনাব কাজল দেবনাথ, জনাব সুজিত সরকার, জনাব সুব্রত দাশ, জনাব মো. আতিকুল ইসলাম, জনাব অসীম কুমার রায়, জনাব শারদ দাশ, জনাব হায়দারী আন্দালুসিয়া ও জনাব সিরাজাম মুনীরাসহ ইনস্টিটিউটের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উপাচার্য তাঁর সংক্ষিপ্ত ভাষণে আবহমান বাংলার পিঠা উৎসব আয়োজন করায় আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, পিঠা উৎসব বাঙালির চিরায়ত ঐতিহ্য। এ ঐতিহ্যের সাথে শিশু-কিশোরসহ সকলকে পরিচয় করিয়ে দিতে এ ধরণের উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবে শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পিঠা উৎসব অনুষ্ঠানে উক্ত ইনস্টিটিউটের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি