চবি ক্যাম্পাসে জিয়া হায়দার নামে মুক্তমঞ্চ করার দাবি

49

গত ১৬ ফেব্রুয়ারী জিয়া হায়দার ফাউন্ডেশন এর এক সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষক অধ্যাপক জিয়া হায়দার এর নামে ক্যাম্পাসে একটি মিলনায়তন ও মুক্ত মঞ্চের নামাংকিত করার স্বপক্ষে দাবি উপস্থাপন করা হয়েছে। জিয়া হায়দার ফাউন্ডেশন এর সদস্য সচিব দেশ বরেন্য মুকাভিনয় শিল্পী রেজওয়ান রাজনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগন বলেন, বাংলা থিয়েটার এর বিদ্যায়তনিক পাঠ্যক্রম প্রস্তুত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে নাট্যকলা বিদ্যায়তনিক পাঠ সূচনা করে প্রয়াত নাট্যযুধিষ্ঠির জিয়া হায়দার যে অগ্রনী ভূমিকা রেখেছেন তা বাংলাদেশের নাট্য ইতিহাসে একটি মাইল ফলক ঘটনা। ১৯৬৯ সালে বাংলাবিভাগে খন্ডকালীন শিক্ষক নিযুক্তির পর ১৯৭০ সালে চারুকলা বিভাগের অন্তর্গত নাট্যকলা শাখা প্রতিষ্ঠা; সাবসিডিয়ারী থেকে পর্যায়ক্রমে ১৯৮৬ সালে নাট্যকলা এমফিল কোর্স, ১৯৯১-৯২ শিক্ষাবর্ষে স্নাতক এবং ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর ডিগ্রি চালু করে তিনি প্রথিকৃতে পরিনত হয়েছেন। যার অনুসরনে পরবর্তীতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নাট্যকলার বিদ্যায়তনিক পাঠের আরম্ভ হয়েছিল। উল্লেখ্য চারুকলা বিভাগের নাট্যকলা শাখা বিলুপ্তির পূর্বেই দুরদর্শী নাট্য শিক্ষক জিয়া হায়দার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র নাট্যকলা বিভাগ চালুর জন্য ইউজিসি (ইউনিভার্সিটি গ্রান্ড কমিশন) এর কাছে আবেদন করেছিলেন, যা নানান অধিপরামর্শের মধ্য দিয়ে ২০০৯-১০ শিক্ষা বর্ষে চালু হয়েছিল। বিজ্ঞপ্তি