চবি এলামনাই’র সভা

21

সৌহার্দ্যপূর্ণ মনোভাব নিয়ে শৃঙ্খলভাবে সাবেক চবিয়ানদের নিয়ে চবি এলামনাই এগিয়ে যাবে। শহরে যান্ত্রিকতা কোলাহল মুক্ত প্রকৃতির অপরূপ ও অনন্য নৈস্বর্গিক কোলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। সবুজ বৃক্ষসারির পাহাড়ী পরিবেশে এ যেন আর মানব প্রাণের মেলবন্ধন। এই বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব ও গুনগত দিক তুলে ধরে বিশ্বকে জানান দিতে চবি এলামনাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।এ বিষয়ে কাজ করার লক্ষে কর্মসূচী ও সাংগাঠনিক দক্ষতা বৃদ্ধি করার কাজ করে আসছে। তাছাড়া আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস উদযাপনের কর্মসূচী গ্রহন করা হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ অ্যালামনাই’এর দ্বিতীয় কার্যনিবার্হী সভা গত ৭ ডিসেম্বর শনিবার বিকাল পাঁচটায় চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ ব্লু-ওশান রেস্টুরেন্ট এর দোতলায় বিকেল ৫টায় অনুষ্ঠিত সভায় বক্তারা একথা বলেন। তা‘ছাড়া আগামী ১৪ ও ১৬ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যা ও বিজয় দিবস উদযাপনের কর্মসূচী গ্রহন করা হয়। সংগঠনের সভাপতি গোলাম জিলানী চৌধুরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এসএম নজরুল ইসলাম, ডক্টর মহিউদ্দিন, অধ্যাপক স্বরূপান্দ রায়,মোঃ আহসানুল হক মিলন, প্রফেসর মির্জা মুহাম্মদ শহীদুল­াহ, মুজতবা কামাল, ফরিদুন্নেসা তাহমিনা, আলী আকবর চৌধুরী, সালামত আলী,এ্যাড রেহানা আক্তার, এ্যাড মুজিবুল হক, এ কে এম গিয়াস উদ্দিন। বিজ্ঞপ্তি