চবি উপাচার্যের সাথে শিক্ষক সমিতির সৌজন্য সাক্ষাৎ

9

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মুস্তাফিজুর রহমান ছিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর আবুদল হকের নেতৃত্বে শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ ১৩ ফেব্রæয়ারি দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে, শিক্ষক সমিতির নবনির্বাচিত সহ-সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আলা উদ্দিন, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মুহাম্মদ আলী আরশাদ চৌধুরী, যুগ্ম-সম্পাদক প্রফেসর ড. আদনান মান্নান, সদস্যবৃন্দের মধ্যে প্রফেসর ড. রকিবা নবী, ড. মোহাম্মদ শেখ সাদী, প্রফেসর ড. মো. দানেশ মিয়া, প্রফেসর এস. এম. সালামতউল্যা ভূঁইয়া ও প্রফেসর ড. লায়লা খালেদা উপস্থিত ছিলেন।
উপাচার্য শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানান। নেতৃবৃন্দ তাঁদের বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে বিশ^বিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অবকাঠামো উন্নয়নসহ সার্বিক কার্যক্রমে বিশ^বিদ্যালয়কে এগিয়ে নিতে ভূমিকা রাখবেন মর্মে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি