চবি উপাচার্যের সাথে রোভার স্কাউট সদস্যদের সাক্ষাৎ

23

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৪ জন সদস্য ‘পরিভ্রমণ ব্যাজ’ অর্জনের নিমিত্তে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ১৫০ কিলোমিটার পথ পায়ে হেঁটে অতিক্রম করেছেন। ২৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় রোভার স্কাউটের ৪ জন সদস্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। রোভার স্কাউটের চারজন সদস্য হলেন-রোভার মো. বিল্লাল হোসাইন, রোভার মো. ইসমাইল হোসেন, রোভার মো. সাকিল হোসেন এবং রোভার মো. রহমত উল্লাহ শাওন। এসময় চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান, রোভার স্কাউট গ্রæপ কমিটির সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ হেলাল উদ্দীন এবং রোভার স্কাউট লিডার মো. মোয়াজ্জেম হোসেন উপস্থিত ছিলেন।
উপাচার্য রোভার স্কাউট সদস্যবৃন্দকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে রোভার স্কাউটের সদস্যবৃন্দ আর্তমানবতার সেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া দেশের বিভিন্ন জনহিতকর কাজে রোভার স্কাউটদের কার্যক্রম অত্যন্ত প্রশংসনীয়। উপাচার্য চবি রোভার স্কাউট গ্রুপের সদস্যদের লেখাপড়ার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যে আলোকিত মানুষ হয়ে গড়ে ওঠার আহবান জানান। বিজ্ঞপ্তি