চবি উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান

52

নারী শিক্ষায় অবদান, নারীর উন্নয়ন ও অগ্রগতির ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ‘বেগম রোকেয়া পদক-২০২০’ এর জন্য মনোনীত হওয়ায় চবি দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের পক্ষ থেকে উপাচার্যকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার চবি উপাচার্যের অফিস কক্ষে উক্ত হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সাইদুল ইসলাম এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এসময় হলের সিনিয়র আবাসিক শিক্ষক ড. মো. শাহ আলমসহ আবাসিক মিনহাজুর রহমান, ফারজানা আফরীন রূপা এবং উম্মে হাবিবা উপস্থিত ছিলেন। বেগম রোকেয়া পদক-২০২০ এর জন্য মনোনীত হওয়ায় উপাচার্যকে উপস্থিত হলের প্রভোস্ট এবং আবাসিক শিক্ষকবৃন্দ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তারা বলেন, এই পদক অর্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। তারা উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিজ্ঞপ্তি