চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পুনর্মিলনী

279

প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর পুনর্মিলনী-২০১৯ দিনব্যাপী নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ২৫ জানুয়ারি শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। শুরুতেই শহীদ মিনার চত্বর থেকে শুরু হয় পুনর্মিলনী র‌্যালী। এরপর প্রশাসনিক ভবন, কলা ও মানববিদ্যা অনুষদ ভবন, চাকসু, মুক্তমঞ্চ, জাদুঘর হয়ে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এসে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে পুনর্মিলনী-২০১৯ এর শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। এরপর কেন্দ্রীয় লাইব্রেরি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান ও পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন। প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি আলহাজ মুহাম্মদ শামসুল আলম ও সাধারণ সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি ড. এএসএম বোরহান উদ্দীন। এতে স্বাগত বক্তব্য রাখেন পুনর্মিলনী প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও সমিতির সিনিয়র সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ শওকত আলী নূর। এতে সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন সমিতির প্রাক্তন সভাপতি এসএম হুমায়ুন কবির চৌধুরী কাঞ্চন, সমিতির পৃষ্ঠপোষক এসএম মাহবুবুর রহমান, মাহবুবুল আলম, জামাল মোস্তফা চৌধুরী, সমিতির সহ-সভাপতি ইয়াসমিন বেগম, আলহাজ আলমগীর পারভেজ, পুনর্মিলনী প্রস্তুতি কমিটির সদস্য সচিব মিজানুর রহমান সেলিম, বিভাগের সহকারি অধ্যাপক মো. মোরশেদুল আলম, মো. আহসানুল কবীর পলাশ প্রমুখ। বক্তৃতা পর্ব শেষে চবি ভিসি ও প্রো-ভিসি সহ অতিথিরা পুনর্মিলনী স্মারকের মোড়ক উন্মোচন করেন। এরপর অংশগ্রহণকারী শিশু-কিশোর, মহিলা ও পুরুষ ক্যাটাগরিতে ইভেন্টস্ কার্যক্রম সম্পন্ন হয়। এরপর ক্যাম্পাসে ঘুরাঘুরি, আড্ডা ও স্মৃতিচারণ করে প্রাক্তন শিক্ষার্থীরা।
এরপর বিভাগে ও ডিন অফিসে বসে, প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা। সেখানে অনুষদের ডিন ও বিভাগের সভাপতি প্রাক্তন শিক্ষার্থীদের গ্রাম বাংলার পিঠা-পুলি, ফলমূল দিয়ে অ্যাপায়ন করেন। সেখানে প্রাক্তনীরা আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল অন্যরকম আমেজ। অতিথি শিল্পীর পাশাপাশি অ্যালামনাইদের অংশগ্রহণে ও সাংস্কৃতিক সম্পাদক আ ন ম নাসির উদ্দিনের সঞ্চালনায় ও পরিবেশনায় সাংস্কৃতিক পরিবেশনা চলতে থাকে। এরপর র‌্যাফেল ড্র অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে সমিতির সভাপতি আলহাজ মুহাম্মদ শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় এবং এতে পুরস্কার বিতরণ করেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী ও সমিতির প্রাক্তন ও বর্তমান নেতৃবৃন্দ। পরিশেষে ইভেন্টস্ কার্যক্রমের পুরস্কার বিতরণ ও পুনর্মিলনী সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আলহাজ্ব মুহাম্মদ শামসুল আলম সফল ও সুন্দর পুনর্মিলনী আয়োজনে সকলের সহযোগিতা ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে পুনর্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি