চবির সোহরাওয়ার্দী হলের ১৮ কক্ষ সিলগালা

43

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলে অভিযান চালিয়ে ১৮টি কক্ষ সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকাল সাড়ে পাঁচটায় হলগুলোতে অবৈধ অবস্থানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এ অভিযান চালানো হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী।
তিনি বলেন, ‘হলে অবৈধভাবে বসবাসকারীদের চিহ্নিত করতে এ ধরনের অভিযান চালানো হবে। যাতে করে হলগুলোতে আবাসিক শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করা যায়’। খবর বিডিনিউজের
শিক্ষার্থীরা জানায়, সিলগালা কক্ষগুলোতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘চুজ ফেন্ড উইথ কেয়ার (সিএফসি)’ সমর্থকরা থাকতেন। গত ২৮ ফেব্রুয়ারি বাদানুবাদকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় ‘বিজয়’ ও ‘সিএফসি’ গ্রুপের নেতা-কর্মীরা। এরপর সিএফসির নেতা-কর্মীরা শাহ আমানত হলে ও বিজয় গ্রুপের নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থান নেয়। এরপর থেকেই দুই হলেই প্রতিপক্ষের কক্ষগুলো খালি থাকতে দেখা যায়।