চবি’র ব্যাচভিত্তিক মতবিনিময় সভা

32

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন কার্যালয়ে চাকসু ভিপি মো. নাজিমউদ্দীন এর সভাপতিত্বে ব্যাচভিত্তিক মতবিনিময় সভায় সদস্য সংগ্রহ শুরু হয়েছে। গত ২৫ এপ্রিল অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি আবুল কদর ১৫ তম ব্যাচের আহব্বায়ক বিজিএমইএ এর সহ সভাপতি নাসির উদ্দীন চৌধুরীর হাতে সদস্য ফরম বিতরণে মাধ্যমে কার্যক্রম উদ্বোধন করেন।
২৫তম ব্যাচের হনিফা নজিব হেনার সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক চেম্বার সভাপতি মাহবুবুল আলম, ছৈয়দ ছগীর আহমেদ, এম এ হালিম, সাইফুদ্দিন সাকী, সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, ফারহানে আলম খান, চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি ফয়েজ আহমেদ, মহিউদ্দিন বাদল, ২৪তম ব্যাচের সভাপতি আল হাছন খান, ২৯তম ব্যাচের শেখ নাজিম উদ্দীন, সার্জেন্ট কামাল, ৩০তম ব্যাচের শহীদুল আলম, ৩১তম ব্যাচের দিদার, ৩২তম ব্যাচের আহব্বায়ক রিপায়ন বড়ুয়া, ৩৫তম ব্যাচের সাইফুদ্দিন সালাম মিঠু, ৩৮তম ব্যাচের রবিউল আমিন রুবেল, ৪২তম ব্যাচের সাইফুল আালম প্রমুখ। অনুষ্ঠানে দেশের বিভিন্ন জেলায় সাবেক শিক্ষার্থীদের ক্লাবসমূহে সাংগঠনিক সফরের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ঢাকা, কুমিল্লা, সিলেট, ফেনী, নোয়াখালী জেলাসহ ক্লাবে এলামনাইদের সুবিধার্থে ক্লাবসমূহে সদস্য ফরম বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামস্থ কার্যালয়ে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সাবেক শিক্ষার্থীরা সদস্য ফরম সংগ্রহ করতে পারবেন। এছাড়াও দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরা অনলাইনে সদস্য ফরম সংগ্রহ করে সদস্য হতে পারবেন। বিজ্ঞপ্তি