চবিতে শুরু হয়েছে আবৃত্তি কর্মশালা

81

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আবৃত্তি মঞ্চের আয়োজনে গত রোববার শুরু হয়েছে দু’মাসব্যাপী প্রমিত উচ্চারণ, উপস্থাপনা ও আবৃত্তি কর্মশালা। দুপুর একটায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু ভবনের সভাকক্ষে নবীন প্রশিক্ষণার্থীদের ফুল দিয়ে বরণের মধ্য দিয়ে এই কর্মশালার পর্দা ওঠে। নবীন বরণ পর্বে উপস্থিত ছিলেন আবৃত্তি মঞ্চের সাধারণ সম্পাদক জেবুন নাহার শারমিন, দপ্তর সম্পাদক আল ইমরান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
‘কবিতার রূপরেখা ও আবৃত্তির পরিচয়’ শিরোনামের প্রথম ক্লাসটি নিয়েছেন চবি দর্শন বিভাগের শিক্ষক ও আবৃত্তি মঞ্চের প্রধান উপদেষ্টা মাছুম আহমেদ।
কর্মশালায় উচ্চারণসূত্র, প্রমিত উচ্চারণ চর্চা, মঞ্চ-বেতার এবং টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনার কলাকৌশল, মাইক্রোফোনের ব্যবহার, ছন্দ এবং আবৃত্তি নির্মানের কলাকৌশলসহ আবৃত্তির অন্যান্য বিষয়ে দেশের বিভিন্ন আবৃত্তিশিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্লাস নেবেন। বিজ্ঞপ্তি