চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা

33

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে আয়োজন করা প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ হামলার ঘটনা ঘটে।
এ সময় প্রগতিশীল ছাত্রজোটের ৫ জন কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর। এ হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করেন তিনি।
গৌরচাঁদ ঠাকুর বলেন, ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে করা শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা চালিয়েছে। আমরা এ বিষয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-সাহিত্য বিষযক সম্পাদক ইমাম উদ্দিন ফয়সাল পারভেজ বলেন, প্রধানমন্ত্রী ও ছাত্রলীগের বিরুদ্ধে কটূক্তি করায় জুনিয়ররা তাদের প্রতিহত করেছে।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোরশেদ রিপন বলেন, প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে হামলা হয়েছে বলে একটি অভিযোগ পেয়েছি। যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। খবর বাংলানিউজের